BIG NEWS, গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, আর সহ্য করতে পারলেন না, শীঘ্রই হবে অস্ত্রোপচার

Published : Feb 28, 2021, 01:10 PM ISTUpdated : Feb 28, 2021, 01:24 PM IST
BIG NEWS, গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, আর সহ্য করতে পারলেন না, শীঘ্রই হবে অস্ত্রোপচার

সংক্ষিপ্ত

শরীর ভাল নেই, শীঘ্রই হতে চলেছে অস্ত্রোপচার অস্ত্রোপচার হতে চলেছে অভিনেতা অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া ব্লগে একথা জানিয়েছেন স্বয়ং বিগ বি অমিতাভের অসুস্থতার খবরে উদ্বিগ্ব হয়ে পড়েছেন ভক্তরা  

ফের অস্ত্রোপচার হতে চলেছে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের। সোশ্যাল মিডিয়া ব্লগে নিজেই একথা জানিয়েছেন স্বয়ং বিগ বি।  শরীর ভাল নেই। শীঘ্রই হতে চলেছে অস্ত্রোপচার। এতটুকু জানিয়েছেন খোদ বিগ বি। তবে  কী কারণে তার এই অস্ত্রোপচার হতে চলেছে,তার কোনও কারণ স্পষ্ট করে জানাননি অভিনেতা।অমিতাভের অসুস্থতার খবরে উদ্বিগ্ব হয়ে পড়েছেন ভক্তরা।

 

 

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, 'মেডিক্যাল কন্ডিশন, অপারেশন, আর কিছু লিখতে পারছি না'। মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অমিতাভের এই পোস্ট। বিগ বি-র দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন তার অজস্র অনুরাগীরা।

 


অস্ত্রোপচার হয়ে গিয়েছে, নাকি হবে সেবিষয়েও স্পষ্ট কিছু জানাননি অমিতাভ। তবে অভিনেতা টুইটে জানিয়েছেন,  কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছুটা কেটে বাদে দিলে খানিকটা স্বস্তি মিলবে। জীবনের এটাই ভবিষ্যৎ। কালই জানা যাবে কী হবে। অর্থাৎ টুইট থেকেই বোঝা যাচ্ছে, এখনই অস্ত্রোপচার হয়নি। এই মুহূর্তে একাধিক কাজও রয়েছে বিগ বি-র ঝুলিতে। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে