কখন তোমার ছেলে আর সন্তানতুল্য থাকে না, অভিষেকের ছবি শেয়ার করে সেই তথ্য জানালেন বিগ বি

Published : Mar 23, 2021, 02:28 PM IST
কখন তোমার ছেলে আর সন্তানতুল্য থাকে না, অভিষেকের ছবি শেয়ার করে সেই তথ্য জানালেন বিগ বি

সংক্ষিপ্ত

অভিষেক এখন আর সন্তান নয় বাবা-ছেলের সমীকরণ নিয়ে বিগ বির পোস্ট  ছবি শেয়ার করে কোন ইঙ্গিত দিলেন অমিতাত  মহূর্তে তা নজর কাড়ল ভক্তদের 

ছোট থেকে কোনও দিন বাবা শাসন করেনি। এক সাক্ষাৎকারে নিজে মুখে তা স্বীকার করেছিলেন অভিষেক বচ্চন। জানিয়েছিলেন যা বকাবকি করার তা মা-ই করতেন। জয়ার হাতেই বেশ কয়েকবার মার খেয়েছেন তিনি। কিন্তু বাবা কোনও দিনই মারেননি। মানে মারার প্রয়োজনই পড়েনি। কারণ হিসেবে অমিতাভ জানিয়েছিলেন, যে অমিতাভের গলায় একটাই ডাক, অভিষেক, এই টুকুই ছিল যথেষ্ট। 

আরও পড়ুন- মা হওয়ার পর কাজে ফেরা মানেই অস্বস্তিকর চর্চা শুরু, কোন প্রশ্ন শুনলেই ক্ষেপে ওঠেন করিনা 

সেই অভিষেকই আজ পরিবারের মাথা। ধীরে ধীরে বয়স হচ্ছে অমিতাভের। অভিভাবকের জায়গায় বসবে দুদিন পর অভিষেক। এখন আর নেই শাসনের সম্পর্ক। সম্পর্কের এই স্টেজে এসে মুখ খুললেন অমিতাভ জানালেন, এখন অভিষেক আর তাঁর ছোট সন্তান নেই। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখলেন, যখন আপনার সন্তান আপনার জুতো পড়বে, আপনাকে পথ দেখাবে, তখন সে বন্ধুতে পরিণত হয়। 

 

 

অভিষেক আঙুল দিয়ে কিছু একটা দেখাচ্ছেন অমিতাভকে, আর তিনি সেই দিকেই তাকিয়ে, এমনই এক ছবি শেয়ার করে বার্তা দিলেন অমিতাভ। বর্তমানে তাঁর ও অভিষেকের সমীকরণটা ঠিক কেমন, মিলল তারও ইঙ্গিত। মুহূর্তে এই ছবি সকলের নজর কাড়ল নেট দুনিয়ায়। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল