ঠিক কী কারণে জয়াকে বিয়ে করেছিলেন! বিবাহবার্ষিকীতে সম্পূর্ণ অজানা গল্প বললেন বিগবি

swaralipi dasgupta |  
Published : Jun 03, 2019, 06:33 PM ISTUpdated : Jun 03, 2019, 06:38 PM IST
ঠিক কী কারণে জয়াকে বিয়ে করেছিলেন! বিবাহবার্ষিকীতে সম্পূর্ণ অজানা গল্প বললেন বিগবি

সংক্ষিপ্ত

রীতিমতো বাধ্য হয়েই তড়িঘড়ি জয়া বচ্চনকে বিয়ে করতে হয়েছিল ৪৬ তম বিবাহবার্ষিকীতে এসে সে কথাই জানালেন অমিতাভ বচ্চন  

রীতিমতো বাধ্য হয়েই তড়িঘড়ি জয়া বচ্চনকে বিয়ে করতে হয়েছিল। ৪৬ তম বিবাহবার্ষিকীতে এসে সে কথাই জানালেন অমিতাভ বচ্চন। 

নিজেদের সম্পর্কের ব্যাপারে কোনওদিনই সে ভাবে জাহির করেননি বিগ-বি বা জয়া। সোমবার বিবাহবার্ষিকীতে এক আনকোরা গল্প নিজের ব্লগে শেয়ার করলেন অমিতাভ বচ্চন। 

বিগ বি জানান, তখন ১৯৭৩ সাল। বন্ধুবান্ধব ও জয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে যাওয়ার প্ল্যান করছিলেন তিনি। কিন্তু এই ব্যাপারটা মোটেও ভাল ভাবে নেননি অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন।  তিনি বলেছিন, বিয়ে করে তবেই দুজনে বেড়াতে যেতে পারবেন। সেই সময়ে অমিতাভ ও জয়া সম্পর্কে রয়েছেন।

অন্যদিকে বন্ধুদের কথা দিয়ে বসে রয়েছেন বিগবি। তিনি বলেছিলেন, জঞ্জির হিট করলেই বন্ধুদের নিয়ে লন্ডন বেড়াতে যাবেন। অবশেষে হরিবংশ রাই বচ্চনও জানতে পেরে যান, শুধু বন্ধুবান্ধবই নয়। অমিতাভের সঙ্গে যাচ্ছেন জয়াও। ব্যস! তিনি তো ছেড়ে দেওয়ার পাত্র নন। অমিতাভকে বললেন, যদি যেতেই হয়, তাহলে আগে বিয়ে করবে, তার পরে যাবে। 

বাবার এই নির্দেশ ফেলে দিতে পারেননি অমিতাভ। তাই বাবার চাপে সঙ্গে সঙ্গেই জয়াকে বিয়ে করতে হয় বিগবির। যদিও তাঁরা তখন সম্পর্কেই ছিলেন। কিন্তু সেই সময়ে বিয়ে নিয়ে সেভাবে পরিকল্পনা ছিল না। কিন্তু অবশেষে বাবার নির্দেশ আর বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যানের জন্য বিয়ের পিঁড়িতে  বসেন বিগবি ও জয়া বচ্চন। 

বিগবি ও জয়া  বচ্চন একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে  অত্যন্ত জনপ্রিয় হল 'শোলে', 'সিলসিলা', 'অভিমান', 'কভি খুশি কভি গম'। 

 

 

প্রসঙ্গত, মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে এদিন অভিষেক বচ্চনও ইনস্টাগ্রামে একটি  পোস্ট করেন।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?