ঠিক কী কারণে জয়াকে বিয়ে করেছিলেন! বিবাহবার্ষিকীতে সম্পূর্ণ অজানা গল্প বললেন বিগবি

  • রীতিমতো বাধ্য হয়েই তড়িঘড়ি জয়া বচ্চনকে বিয়ে করতে হয়েছিল
  • ৪৬ তম বিবাহবার্ষিকীতে এসে সে কথাই জানালেন অমিতাভ বচ্চন
     
swaralipi dasgupta | Published : Jun 3, 2019 1:03 PM IST / Updated: Jun 03 2019, 06:38 PM IST

রীতিমতো বাধ্য হয়েই তড়িঘড়ি জয়া বচ্চনকে বিয়ে করতে হয়েছিল। ৪৬ তম বিবাহবার্ষিকীতে এসে সে কথাই জানালেন অমিতাভ বচ্চন। 

নিজেদের সম্পর্কের ব্যাপারে কোনওদিনই সে ভাবে জাহির করেননি বিগ-বি বা জয়া। সোমবার বিবাহবার্ষিকীতে এক আনকোরা গল্প নিজের ব্লগে শেয়ার করলেন অমিতাভ বচ্চন। 

Latest Videos

বিগ বি জানান, তখন ১৯৭৩ সাল। বন্ধুবান্ধব ও জয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে যাওয়ার প্ল্যান করছিলেন তিনি। কিন্তু এই ব্যাপারটা মোটেও ভাল ভাবে নেননি অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন।  তিনি বলেছিন, বিয়ে করে তবেই দুজনে বেড়াতে যেতে পারবেন। সেই সময়ে অমিতাভ ও জয়া সম্পর্কে রয়েছেন।

অন্যদিকে বন্ধুদের কথা দিয়ে বসে রয়েছেন বিগবি। তিনি বলেছিলেন, জঞ্জির হিট করলেই বন্ধুদের নিয়ে লন্ডন বেড়াতে যাবেন। অবশেষে হরিবংশ রাই বচ্চনও জানতে পেরে যান, শুধু বন্ধুবান্ধবই নয়। অমিতাভের সঙ্গে যাচ্ছেন জয়াও। ব্যস! তিনি তো ছেড়ে দেওয়ার পাত্র নন। অমিতাভকে বললেন, যদি যেতেই হয়, তাহলে আগে বিয়ে করবে, তার পরে যাবে। 

বাবার এই নির্দেশ ফেলে দিতে পারেননি অমিতাভ। তাই বাবার চাপে সঙ্গে সঙ্গেই জয়াকে বিয়ে করতে হয় বিগবির। যদিও তাঁরা তখন সম্পর্কেই ছিলেন। কিন্তু সেই সময়ে বিয়ে নিয়ে সেভাবে পরিকল্পনা ছিল না। কিন্তু অবশেষে বাবার নির্দেশ আর বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যানের জন্য বিয়ের পিঁড়িতে  বসেন বিগবি ও জয়া বচ্চন। 

বিগবি ও জয়া  বচ্চন একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে  অত্যন্ত জনপ্রিয় হল 'শোলে', 'সিলসিলা', 'অভিমান', 'কভি খুশি কভি গম'। 

 

 

প্রসঙ্গত, মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে এদিন অভিষেক বচ্চনও ইনস্টাগ্রামে একটি  পোস্ট করেন।  

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও