
বেশ কয়েকদিন ধরেই স্বাস্থ্য ভালো যাচ্ছে না অমিতাভ বচ্চনের। তবুও ফ্লোরে আজও তিনি শাহেনশা। আরও একবার তা প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন। শরীর খানিক সুস্থ হতে না হতেই আবারও শ্যুটিং-এ ফিরেছিলেন অমিতাভ বচ্চন। শীতের মরশুমেই সকলের নজর কেড়েই দাপটের সঙ্গে শ্যুটিং করছেন তিনি। সম্প্রতি আলিয়া-রণবীরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মানালি।
আরও পড়ুনঃ বিগ বস থেকে সরছেন ক্ষুব্ধ সলমন, পরবর্তীতে থাকতে পারেন কে, নাম ঘিরে জল্পনা
মানালি-তে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং-এর শেষ পর্যায় ছিলেন তিনি। তখন সেখানের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। যেখানে রিটুইট করে তাঁর কন্যা লেখেন কুল ড্যাডি। এই ছবি শ্যুটিং চলাকালিনই তাপমাত্রার খবর শেয়ার করেছিলেন বিগ বি।
মানালি পর্ব শেষ হতে না হতেই অমিতাভ পৌচ্ছে গেলেন স্লোভাকিয়ায়। সেখানে বর্তমান তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে মাইনাস ১৪ ডিগ্রি। চারিদিকে সাদা বরফের সাদারের মাঝে চলছে চহেরে ছবির শ্যুটিং। এই ছবিতেই অমিতাভের বিপরীতে দেখা যাবে ইমরান হাসমিকে। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন বিগ বি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।