মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস ১৪, তুষার মাঝে ব্যাক টু ব্যাক শ্যুটিং শাহেনশা-র

Published : Dec 12, 2019, 03:51 PM IST
মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস ১৪, তুষার মাঝে ব্যাক টু ব্যাক শ্যুটিং শাহেনশা-র

সংক্ষিপ্ত

মাইনাস ১৪ ডিগ্রি-তেও চাঙ্গা অমিতাভ শ্যুটিং চলছে পরবর্তী ছবির বরফের চাদরে ঢাকা লোকেশনের ছবি শেয়ার করলেন বিগ বি হাড় হিম করা ঠাণ্ডাতেও ফিট শাহেনশা

বেশ কয়েকদিন ধরেই স্বাস্থ্য ভালো যাচ্ছে না অমিতাভ বচ্চনের। তবুও ফ্লোরে আজও তিনি শাহেনশা। আরও একবার তা প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন। শরীর খানিক সুস্থ হতে না হতেই আবারও শ্যুটিং-এ ফিরেছিলেন অমিতাভ বচ্চন। শীতের মরশুমেই সকলের নজর কেড়েই দাপটের সঙ্গে শ্যুটিং করছেন তিনি। সম্প্রতি আলিয়া-রণবীরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মানালি। 

আরও পড়ুনঃ বিগ বস থেকে সরছেন ক্ষুব্ধ সলমন, পরবর্তীতে থাকতে পারেন কে, নাম ঘিরে জল্পনা

মানালি-তে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং-এর শেষ পর্যায় ছিলেন তিনি। তখন সেখানের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। যেখানে রিটুইট করে তাঁর কন্যা লেখেন কুল ড্যাডি। এই ছবি শ্যুটিং চলাকালিনই তাপমাত্রার খবর শেয়ার করেছিলেন বিগ বি। 

 

 

মানালি পর্ব শেষ হতে না হতেই অমিতাভ পৌচ্ছে গেলেন স্লোভাকিয়ায়। সেখানে বর্তমান তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে মাইনাস ১৪ ডিগ্রি। চারিদিকে সাদা বরফের সাদারের মাঝে চলছে চহেরে ছবির শ্যুটিং। এই ছবিতেই অমিতাভের বিপরীতে দেখা যাবে ইমরান হাসমিকে। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন বিগ বি। 

PREV
click me!

Recommended Stories

ট্রেলার জুড়ে ভরপুর প্রেম কাহিনী, মুক্তি পেল কার্তিক-অনন্যা অভিনীত 'তু মেরি ম্যায় তেরা' ছবির ট্রেলার
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার