অযোধ্যায় জ্বলে উঠল ৫ লাখেরও বেশি প্রদীপ, অমিতাভের দীপাবলির শুভেচ্ছায় নয়া রেকর্ড

Published : Nov 14, 2020, 02:10 PM IST
অযোধ্যায় জ্বলে উঠল ৫ লাখেরও বেশি প্রদীপ, অমিতাভের দীপাবলির শুভেচ্ছায় নয়া রেকর্ড

সংক্ষিপ্ত

দীপাবলির শুভেচ্ছা জালানে অমিতাভ বচ্চন শেয়ার করলেন অযোধ্যার দীয়ার ছবি পাঁচ লাখেরও বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড সেই উক্তি তুলে ধরলেন অমিতাভ

এবছর এক ভিন্ন স্বাদের দীপাবলি। নেই আনন্দ উৎসব। তবে ঘরোয়া সেলিব্রেশনে সামিল সকলেই। ২০২০ সব অন্ধকার যেন ধুয়ে মুছে নিয়ে যাবে এই দীপাবলির আলো। সেই পথে হেঁটেই এবার অযোধ্যা সেজে উঠল নয়া লুকে। একসঙ্গে জ্বলে উঠল ৫ লাখেরও বেশি প্রদীপ। সেই সাজেই এবার বিশ্ব রেকর্ড গড়ল অযোধ্যা। শুভেচ্ছা বার্তায় সেই প্রসঙ্গই তুলে ধরলেন অমিতাভ বচ্চন। 

 

 

চলতি বছর বচ্চন পরিবারের মোটেও খুব একটা ভালো যায়নি। বক্স অফিসের কালেকশন তো নেই, পাশাপাশি করোনার কোপে পড়ে নাজেহাল বচ্চন পরিবার। দীর্ঘ দিন ধরে পরিবারের একাধিক ব্যক্তিরা ছিলেন হাসপাতালে। সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে কোনও মতে স্বাভাবিক হয়েছে বর্তমান পরিস্থিতি। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার কথাই জানালেন বিগ বি। 

 

 

এদিন সকাল থেকেই সকল তারকার পোস্টে ভরতে থাকছে সোশ্যাল মিডিয়ার পাতা। শুভেচ্ছা বার্তা জানালেন অভিষেক বচ্চনও। নেট দুনিয়ায় ভাইরাল তারকাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট। কেউ নিজের বাড়িতেই বসালেন সেলিব্রেশনের আসর, কেউ আবার নয়া লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী