জানুন, কেন সুপার ৩০-র পেছনের আসল নায়ক চেয়েছিলেন তরিঘড়ি শেষ হোক এই ছবি

Published : Jul 11, 2019, 07:51 PM IST
জানুন, কেন সুপার ৩০-র পেছনের আসল নায়ক চেয়েছিলেন তরিঘড়ি শেষ হোক এই ছবি

সংক্ষিপ্ত

সুপার ৩০-র আসল হিরোর হাতে সময় কম ফলেই আনন্দ কুমার চেয়েছিলেন ছবি তারাতারি তৈরি হোক সেই কথা ভেবেই তরিঘড়ি কাজ শুরু করেছিলেন হৃত্বিক রোশন আগামিকাল ছবির মুক্তি

বিশেষ গণিতবিদ আনন্দ কুমারকে নিয়েই তৈরি ছবি সুপার ৩০। সেই ছবিরই কাজ যাতে তারাতারি শেষ হয় এমনটাই চেয়েছিলেন তিনি। কেন এই আবেদন! বেশ কয়েকদিন যাবত অসুস্থ আনন্দ কুমার। নিজের বিশাল কর্মকাণ্ডের সাক্ষী থেকে যেতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন সত্ত্বর শেষ হোক সুপার ৩০-র শ্যুটিং পর্ব। হাতে সময় বরই কম, কারণ গণিতবিদ আনন্দ কুমার অ্যাকাউস্টিক নিউরোমায় আক্রান্ত। স্নায়ুতে হওয়া এই টিউমারের ফলেই শরীর ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে তার।

ফলেই তিনি চেয়েছিলেন তার এই কাজের ছবির প্রসঙ্গ যখন উঠেছে তখন তা তিনি দেখে যেতে চান। আনন্দ কুমারের বায়োপিকেই তৈরি সুপার ৩০-র চিত্রনাট্য। তার তৈরি সুপার ৩০ প্রগ্রাম অবলম্বনেই রাখা ছবির নাম সুপার ৩০।

আরও আগামিকাল ছবির মুক্তি, জেনে নিন কেন দেখবেন সুপার ৩০ ছবি

নিজের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন এবার আনন্দ কুমার। জানালেন- জীবন-মৃত্যু যুদ্ধ চলছে। সেই জন্যই বেঁচে থাকতে নিজের বায়োপিকটা দেখে যেতে চেয়েছিলাম। ২০১৪ সাল থেকেই তিনি আর ডান কানে শোনার ক্ষমতা কমে আসে। ফলেই সমস্যা শুরু হয় তখন থেকে বহু ডাক্তার দেখানোর পরও সমাধান মেলেনি। ফলেই নিজের জাবন কাহিনি সকলের সামনে উঠে আসবে এই খবর প্রকাশ্যে আসার পরই তরিঘড়ি শিলমোহর দিলেন ছবির নির্মাতা সংস্থাকে। আগামিকাল সেই ছবিই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য
Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?