জানুন, কেন সুপার ৩০-র পেছনের আসল নায়ক চেয়েছিলেন তরিঘড়ি শেষ হোক এই ছবি

  • সুপার ৩০-র আসল হিরোর হাতে সময় কম
  • ফলেই আনন্দ কুমার চেয়েছিলেন ছবি তারাতারি তৈরি হোক
  • সেই কথা ভেবেই তরিঘড়ি কাজ শুরু করেছিলেন হৃত্বিক রোশন
  • আগামিকাল ছবির মুক্তি

বিশেষ গণিতবিদ আনন্দ কুমারকে নিয়েই তৈরি ছবি সুপার ৩০। সেই ছবিরই কাজ যাতে তারাতারি শেষ হয় এমনটাই চেয়েছিলেন তিনি। কেন এই আবেদন! বেশ কয়েকদিন যাবত অসুস্থ আনন্দ কুমার। নিজের বিশাল কর্মকাণ্ডের সাক্ষী থেকে যেতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন সত্ত্বর শেষ হোক সুপার ৩০-র শ্যুটিং পর্ব। হাতে সময় বরই কম, কারণ গণিতবিদ আনন্দ কুমার অ্যাকাউস্টিক নিউরোমায় আক্রান্ত। স্নায়ুতে হওয়া এই টিউমারের ফলেই শরীর ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে তার।

ফলেই তিনি চেয়েছিলেন তার এই কাজের ছবির প্রসঙ্গ যখন উঠেছে তখন তা তিনি দেখে যেতে চান। আনন্দ কুমারের বায়োপিকেই তৈরি সুপার ৩০-র চিত্রনাট্য। তার তৈরি সুপার ৩০ প্রগ্রাম অবলম্বনেই রাখা ছবির নাম সুপার ৩০।

Latest Videos

আরও আগামিকাল ছবির মুক্তি, জেনে নিন কেন দেখবেন সুপার ৩০ ছবি

নিজের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন এবার আনন্দ কুমার। জানালেন- জীবন-মৃত্যু যুদ্ধ চলছে। সেই জন্যই বেঁচে থাকতে নিজের বায়োপিকটা দেখে যেতে চেয়েছিলাম। ২০১৪ সাল থেকেই তিনি আর ডান কানে শোনার ক্ষমতা কমে আসে। ফলেই সমস্যা শুরু হয় তখন থেকে বহু ডাক্তার দেখানোর পরও সমাধান মেলেনি। ফলেই নিজের জাবন কাহিনি সকলের সামনে উঠে আসবে এই খবর প্রকাশ্যে আসার পরই তরিঘড়ি শিলমোহর দিলেন ছবির নির্মাতা সংস্থাকে। আগামিকাল সেই ছবিই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর