জন্মদিনের পরেই হাতে ব্যাট, মাঠে বিরাট, লাল ওয়ানপিসে বেবিবাম্প নিয়ে হাজির অনুষ্কা

  • গ্যালারিতে বেবিবাম্পে ভাইরাল অনুষ্কা
  • বিরাটের জন্মদিনের পরই ম্যাচ
  • সেলিব্রেশন সেরে পরের দিনই হাতে ব্যাট
  • গ্যালারিতে স্বামীকে উৎসাহ দিলেন অনুষ্কা

শীঘ্রই সুখবর শোনাতে চলেছেন অনুষ্কা শর্মা। লকডাউনে দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি।  এরই মাঝে একাধিকবার বেবি বাম্প ভাইরাল অনুষ্কা। ছবি প্রকাশে আশাতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে উঠছে ভক্ত মহলে। বর্তমানে আইপিএল নিয়ে বেজায় ব্যস্ত বিরাট কোহলি। অনুষ্কাকে নিয়েই ক্রিকেট সফরে পাড়ি দিয়েছেন ক্যাপ্টেন। বর্তমানে কাজের জগত থেকে বেশ খানিকটা দিন ছুটি নিয়েছেন অনুষ্কা। নতুন অতিথি আসার আগে পর্যন্ত এখন তিনি টোটাল রেস্টে।

 

Latest Videos

 

এরই মাঝে দুদিন আগে জন্মদিন সেলিব্রেশন মেতেছিলেন এই পাওয়ার কপিল। কোহলির জন্মদিনে মধ্যরাতে শুরু হয়েছিল পার্টি। কেককেটে অনুষ্কা কে খাইয়ে দিয়েছিলেন বিরাট। ভালোবাসায় ভরিয়ে তোলা জন্মদিনের শুভেচ্ছা বার্তা মুহূর্তে নজর কেড়েছিল ভক্তদের। দিনভর কোহলিকে নিয়ে এদিন ব্যস্ততা ছিল তুঙ্গে। তারি মাঝে অনুষ্কার বেবি বাম্প নজর কেড়েছিল নেট দুনিয়ায়।

 

 

সেলিব্রেশন এর রাত পোহাতে না পোহাতেই ম্যাচে ব্যস্ত হয়ে পড়েন কোহলি। চেনা লোকই ব্যাট হাতে মাঠে নেমে পড়েন তিনি। তবে এদিনও কোহলি কে ছেড়ে নজর কাড়েন অনুষ্কা। লাল ওয়ান পিস পরে গ্যালারিতে এদিন হাজির ছিলেন ক্রিকেট দুনিয়ার ফার্স্ট লেডি। সেখান থেকে হাততালি দিয়ে চিৎকার করে স্বামীকে উৎসাহ দেন অনুষ্কা। বিয়ের আগে থেকেই এই ছবি ভক্তদের কাছে খুব পরিচিত। কিন্তু ডেলিভারির কয়েক মাস আগে এভাবে গ্যালারিতে অনুষ্কা ভাইরাল হয়ে উঠলেন নেট পাড়ায়।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি