অনুষ্কার এত ক্ষমতা, সকলের সামনে বিরাটকে চমকে দিলেন অভিনেত্রী, এ কী করে সম্ভব, ভাইরাল ভিডিও

  • অনুষ্কা শর্মা ও বিরাট, সেলেব দুনিয়ার হট জুটি
  • একে অন্যকে এক কথায় চোখে হারায়
  • তবে বিয়ের বেশ কিছু বছর কাটলেও এখনও অজানা অনুষ্কা
  • বিরাট তো জানতেনই না অনুষ্কার এত ক্ষমতা 

বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা, এই লাভবার্ডের ব্যক্তিগত জীবন অধিকাংশ সময়ই লাইম লাইটে আসুক, তা তাঁদের পছন্দ নয়। সেলেব দুনিয়ায় তাঁদের বিয়ে থেকে শুরু করে প্রেমপর্ব, এমন কি সন্তান, যতটা প্রয়োদজন গোপনিয়তা রক্ষা করার চেষ্টা করে চলেছেন তাঁরা। কিন্তু কোথাও গিয়ে যেন ভক্তদের মনে প্রশ্নের অন্ত নেই। তাঁরা কখন কোথায় কী করছেন! একের পর এক সোশ্যাল পোস্ট ঘিরে কৌতুহল তুঙ্গে। 

আরও পড়ন- কেন্দ্র-রাজ্যের মন্ত্রীরা যখন জনস্রোত দেখে আপ্লুত, দেব তখন প্রচারে সাধারণকে শাসন করে গেলেন- 'মাস্ক কোথায় 

Latest Videos

তবে ভক্তরা তাঁদের বিষয় অনেক কিছু নাই জানতে পারেন, তবে বিরাট যে নিজেই এখনও পুরোটা জেনে উঠতে পারেননি অনুষ্কাকে, তার প্রমাণ স্পষ্ট। সকলের সামনে যা কাণ্ড ঘটালেন অনুষ্কা, তা মুহূর্তে চোখ কপালে তুলল বিরাটের। ঠিক কী ঘটেছিল, কোনও এক কাজের ফাঁকে বিরাটকে পেছন থেকে জড়িয়ে ধরেন অনুষ্কা, আর টোখের পলকে তাঁকে এক ঝটকায় তুলে নেন, মুহূর্তে চমকে ওঠেন বিরাট। 

 

 

এই ভিডিও অনুষ্কা নিজেই মজার ছলে শেয়ার করেছেন। সকলের নজরের সামনে এই ভিডিও আসতেই তা মুহূর্তে ভাইরাল। অনুষ্কা তোলার পর বিরাটের মুখ ছিল দেখার মত। তিনি আশাই করেননি। আসে পাশে সকলের দিকে অবাক চোখে যেন একটাই প্রশ্ন এ কি করে সম্ভব! উল্টো দিকে হেসেই চলেছেন অনুষ্কা। মুহূর্তে এই ভিডিও নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। 

Share this article
click me!

Latest Videos

Baghajatin Update : বাঘাযতীনে বেআইনি নির্মাণ ঘিরে তুঙ্গে তরজা! প্রতিবাদে বামেরা | CPIM Protest
কি অভিযোগ? হঠাৎ বিধাননগর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Bidhannagar
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
Kolkata-র রাজপথে Mamata Banerjee-র বিরুদ্ধে চরম হুঙ্কার Suvendu Adhikari-র, দেখুন | Suvendu A
Narendra Modi : মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন