মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অর্জুন

swaralipi dasgupta |  
Published : May 28, 2019, 04:57 PM IST
মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অর্জুন

সংক্ষিপ্ত

অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বেশ কিছুদিন ধরেই বি-টাউনে জল্পনা চলছে, মালাইকা ও অর্জুন সম্পর্কে রয়েছেন। কান পাতলে শোনা যাচ্ছে, দুজনে নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন।   

অবশেষে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বেশ কিছুদিন ধরেই বি-টাউনে জল্পনা চলছে, মালাইকা ও অর্জুন সম্পর্কে রয়েছেন। কান পাতলে শোনা যাচ্ছে, দুজনে নাকি খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন। তবে সম্পর্কের ব্যাপারে কেউই কোনওদিন মুখ খোলেননি সংবাদমাধ্য়মের সামনে। 

তবে এই প্রথম একসঙ্গে, কপোত কপোতী সংবাদমাধ্যমের সামনে এলেন। মালাইকার কটিদেশ জড়িয়ে ধরে অর্জুন পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দিলেন। 

এর আগেও বেশ কয়েকবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন অর্জুন ও মালাইকা। তবে এবারে স্বেচ্ছায় নিজেরা ছবি তুললেন মালাইকা ও অর্জুন। এক সংবাদমাধ্যমের সামনে অর্জুন বললেন, "আমরা একসঙ্গে প্রকাশ্যে এলাম কারণ সংবাদমাধ্যম আমাদের সেই সম্মান দিয়েছে। সংবাদমাধ্যম সবাই আমাদের সম্মান করেছে, শ্রদ্ধা রেখেছে, সৎ-ও ভদ্রও থেকেছে। তাই জন্যই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। "

তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, "আমরা মিডিয়ার সঙ্গে কথা বলি। মিডিয়া আমাদের ছবি তুলছি। সেটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি বলব বাড়ির নীচে বসে থাকবেন না। এতে মনে হয় আমরা যেন লুকিয়ে রয়েছি। আমরা তো লুকিয়ে থাকি না। তাই সব কিছু স্বাভাবিক থাকুক।  আমি চাই না আমার জন্য প্রতিবেশীরা বিরক্ত হোক। 

তাহলে আশা করাই যায়, বলিউডে আরও এক তারকা দম্পতি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।

PREV
click me!

Recommended Stories

'ভাগম ভাগ ২'-এ অক্ষয় কুমার ও অক্ষয় খান্না একসঙ্গে? ১৯ বছর পর ফিরছে পুরোনো সেই জুটি?
আয় ছাপিয়ে গেল কুলি ও পুষ্পা-র মতো ছবিকে, জেনে নিন ১০ দিনে কত আয় করল ‘ধুরন্ধর’