আর্টিকেল ১৫-এর পর আর্টিকেল ৩৭০, কে বানাবে ছবি, বলিউডে শোরগোল

Published : Aug 08, 2019, 05:22 PM IST
আর্টিকেল ১৫-এর পর আর্টিকেল ৩৭০, কে বানাবে ছবি, বলিউডে শোরগোল

সংক্ষিপ্ত

আর্টিকেল ৩৭০ নিয়ে এবার টানাপোড়েন বিটাউনে পরিচালকের নজরে এই বিষয়বস্তু তড়িঘড়ি রেজিষ্ট্রেশন অফিসে জমা পড়ল দরখাস্ত একাধিক পরিচালকই চাই এই নিয়ে ছবি তৈরি হক

সম্প্রতিই বলিউডে প্রকাশ্যে এসেছে আর্টিকেল ১৫। সেই ছবি বক্সঅফিসে প্রভাবও ফেললেছিল ভাল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও প্রকাশ্যে এল নতুন খবর। কাশ্মীর থেকে তুলে নেওয়া হল আর্টিকেল ৩৭০। এবার ৩৭০ ধারা নিয়ে কে করবে ছবি তা নিয়ে রীতিমতন সোরগোল পড়ল বিটাউনে। সত্যঘটনা অবলম্বণে তৈরি ছবির দিকেই ঝুঁকে এখন বিটাউন। ফলে সকলেরই নজর এখন একটাই দিকে।

বিগ আরও পড়ুনঃ বস-এ একগুচ্ছ জনপ্রিয় বলিউড সেলিব্রিটি, জানুন কারা থাকতে চলেছেন এই সিজনে

একের পর এক ঘটে যাওয়া ঘটনাই স্থান পাচ্ছে বলিউডের চিত্রনাট্য। তারই মধ্যে এবার আর্টিকেল ৩৭০ বাতিলের প্রস্তাব গ্রহণের পরই বলিউডে শুরু হল জোড় জল্পনা। কোন পরিচালক রাখবেন নিজের দখলে এই ছবির নাম! প্রশ্ন এখন এটাই। তড়িঘড়ি রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত দিলেন বিটাউনের প্রথম সারির পরিচালকেরা। সেই তালিকায় যে নামগুলো উঠে এল তার মধ্যে উল্লেখযোগ্য হল আর্টিকেল ৩৭০, আর্টিকেল ৩৫এ, কাশ্মীর মে তিরঙ্গা, কাশ্মীর হামারা হ্যায় প্রভৃতি। 

ঠিক একইভাবে পুলওয়ামা হামলার পর ছবি তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বি-টাউনের অভিনেতারা। তবে কবে তৈরি হবে এই ঠবি তা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সম্প্রতি ভারতের বুকে ঘটে যাওয়া এই হট টপিকের দিকে নজর যে এখন সকলেরই তা আর বলার অপেক্ষা রাখে না।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?