আবারো করোনার থাবা সিনে দুনিয়ায়। এবার কবিনে আক্রান্ত হলেন অভিনেত্রী বনিতা। বলিউডে অভিনয় জগতে সফর শুরু করেছিলেন এই অভিনেত্রী। এরপর পাড়ি দেন লন্ডনে। একের পর এক হলিউড ছবি তার দখলে। এবার এক ইংরেজি ছবির শুটিংয়ের জন্য কলকাতায় ফেরা।
সম্প্রতি ব্রিটেনের থেকে আসা বিমানের যাত্রীদের নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। নতুন করোনাভাইরাস একজনের শরীরে। তাই তড়িঘড়ি স্থির করা হয় প্রতিটা যাত্রীকে আবার টেস্ট করানো হবে করোনা। যাত্রীদের মধ্যে 25 জনের কাছে ছিল না কোন টেস্টের রিপোর্ট।
সেই সূত্রেই সোমবার টেস্ট করানো হয় অভিনেত্রী বনিতাকে। এরপরে দেহে মেলে করোনা। স্বাস্থ্য দপ্তরে নির্দেশে তাকে যেতে বলা হয় রাজারহাট ক্যান্সার হাসপাতালে। সেখানেই বিপত্তি, পরিকাঠামো মোটেই পছন্দ হয়না অভিনেত্রীর। সেখান থেকে পাঠানো হয় বেলেঘাটা আইডি। সেখানে ছবিটাও একই। পরিশেষে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতায় কবিতা এন্ড টেরেসা ছবির শুটিংয়ের জন্য কুড়ি ডিসেম্বর এসেছিলেন বনিতা।