তবে কি সত্যি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ইন্দ্রনীল-বরখা, ইন্দ্রনীলকে আনফলো করলেন বরখা

আবারও টলিপাড়ায় দাম্পত্য ছেদ পড়ার গুঞ্জন উঠলো। বেশ কিছুদিন আগেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল ইন্দ্রনীল এবং বরখার বিবাহ বিচ্ছেদের খবর। তবে সেই সময় দুজনেই ওই খবরকে গুজব বলে ধামাচাপা দিয়েছিলেন। 

টলিউড হোক কিংবা বলিউড বিবাহ বিচ্ছেদের ঘটনা এখন নতুন নয়। গত কয়েক বছরে একাধিক বিবাহ বিচ্ছেদের সাক্ষী থেকেছে ইন্ডাস্ট্রি। এবারও টলিপাড়ায় দাম্পত্য ছেদ পড়ার গুঞ্জন উঠলো। বেশ কিছুদিন আগেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল ইন্দ্রনীল এবং বরখার বিবাহ বিচ্ছেদের খবর। তবে সেই সময় দুজনেই ওই খবরকে গুজব বলে ধামাচাপা দিয়েছিলেন। তবে সেই গুজব আবারও মাথাচাড়া দিয়ে উঠলো। 

আরও পড়ুন- সলমন-আমিরের ভয়ে শাহরুখ বদলাতে চেয়েছিলেন নিজেকে, পরিচালকের যেদেই আজ তিনি কিং খান

Latest Videos

আরও পড়ুন- মুম্বইয়ের দুটো বাড়ি বিক্রি করে দিলেন ৭ কোটিতে, তবে কি পাকাপাকি হলিউডে পাড়ি জমাচ্ছেন প্রিয়ঙ্কা

সম্প্রতি বরখা বিশত তাঁর ইনস্টাগ্রাম থেকে স্বামী ইন্দ্রনীলকে আনফলো করেছেন। আর তাতেই গুজবের আগুনে ঘি পড়েছে। নেটিজেনরা সন্ধেহ করছেন তবে কী দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে? তবে শুধু ইনস্টাগ্রামে আনফলো করার ঘটনা এর জন্য দায়ী নয়। বেশ কিছুদিন ধরেই ইন্দ্রনীলের সঙ্গে অভিনেত্রী ইশা সাহার সম্পর্কের গুঞ্জন ভেসে আসছিলো চারিদিক থেকে। ‘তরুলতার ভূত’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ইন্দ্রনীল এবং ইশা। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। 

তবে এই প্রসঙ্গে এক প্রথম সারীর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইশা বলেন, ‘আগে নতুন ছিলাম, তাই এই ধরনের খবরে মন খারাপ হত। তবে এখন সব কিছু সয়ে গেছে’। ইশা স্পষ্ট জানিয়ে দেন তাঁর সঙ্গে ইন্দ্রনীলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে ইন্দ্রনীলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ সবই রটনা। তাঁর সঙ্গে ইশার কোনও সম্পর্ক নেই। বরখা এবং তাঁর সম্পর্ক সুস্থ এবং স্বাভাবিক আছে। এ সবের মাঝেও বরখার ইন্দ্রনীলকে তাঁর ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেওয়ার ঘটনায় অন্যরকম গন্ধ পাচ্ছেন নেটাগরিকদের একাংশ। তবে ইন্দ্রনীল এখনও বরখাকে ফলো করছেন।

Share this article
click me!

Latest Videos

BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
'বাংলাদেশের জন্য ভারতের ৫টা ড্রোনই যথেষ্ট', ইউনুসকে অন্তিম হুঁশিয়ারি Suvendu Adhikari-র
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর