জ্যাকলিনের এক ঢাল ঘন কালো সুন্দর চুলের গোপন রহস্য, এই টিপসেই মিলবে পার্ফেক্ট হেয়ার

Published : Jan 15, 2021, 05:06 PM ISTUpdated : Jan 15, 2021, 08:33 PM IST
জ্যাকলিনের এক ঢাল ঘন কালো সুন্দর চুলের গোপন রহস্য, এই টিপসেই মিলবে পার্ফেক্ট হেয়ার

সংক্ষিপ্ত

ঘন সুন্দর চুল পেতে চান  কীভাবে চুলের যত্ন নিয়ে থাকেন জ্যাকলিন  মুহূর্তে নজর কাড়তে কী কী করেন বলিডিভা  জেনে নিন জ্যাকলিনের রহস্য

জ্যাকলিন ফার্নান্দেজ, তাঁর হট লুকেই কাবু করে এসেছেন দর্শকদের। বিগ বাজেটের ছবি হোক কিংবা কোনও উঠতি তারকার বিপরীতে, নিজেকে পার্ফেক্ট লুকে তুলে ধরতেই বেশি পছন্দ করেন তিনি। তাঁর লুকের মধ্যে সব থেকে আকর্ষণীয় চুল। জ্যাকলিনের মুখে সব ধরেনর হেয়ার স্টাইলই নামায়। যদিও জ্যাকলিন অধিকাংশ সময়ই চুল খুলেই রাখেন। সম্প্রতি তাঁর রিলিজ হওয়া অ্যালম্বাম বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, গানেও তাঁকে অনবদ্য লিুকে দেখা গিয়েছিল। জ্যাকলিনের এই ঘন চুলের রহস্য কী...

আরও পড়ুন- সর্বনাশ, বিবাহবিচ্ছেদের পথে কি কাজল-অজয়, প্রকাশ্যে এল আসল কারণ

প্রতিটা মেকাআপের পরই নিজের চুল স্যাম্পু করে ফেলেন তিনি।

যদি কোনও রকমের হেয়ার ট্রিটমেন্টও করান তিনি, তাহলেও স্যাম্পু করে নেন তিনি। 

জ্যাকলিন স্নানের আগে অল্প হেড মাসাজই বেশি পছন্দ করে থাকেন। এতে চুলের গোড়া ভালো থাকে।

সপ্তাহে একদিন হট  হট নারকেল তেল দিয়ে মাসাজ করে থাকেন তিনি। 

মাঝে মধ্যেই তিনি চুল বিয়ার দিয়ে চুল ধুয়ে থাকেন। এতে তাঁর ধারনা চুল সাইন করে। 

বাড়িতে ডিমের সাদা অংশ দিয়ে হেয়ার প্যাক বানিয়ে তা সপ্তাহে একদিন মাথায়  লাগিয়ে থাকেন জ্যাকলিন। 

চুল ভালো রাখার জন্য ডায়েটে নাটস, মাছ ডায়েটে ব্যালেন্সও মেনটেইন করে  থাকেন জ্যাকলিন। 

জ্যাকলিন কেনা কসমেটিক্স বা বিউটি প্রোডাক্টে খুব একটা বিশ্বাসী নন। চুল কিংবা ত্বক, বাড়িতে তৈরি প্যাকেই নিজের পার্ফেক্ট লুক ধরে রাখার চেষ্টা করেন।  আর সেই টিপসেই নিজের হেয়ার কেয়ার করে থাকেন বলিউড ডিভা।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও