মদ্যপ হয়ে বেসামাল অবস্থা, গভীর রাতে আলিয়াকে একা পেয়ে বডিগার্ড কী করেছিলেন জানেন

বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার  শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। তবে কি শুধুই বৈশাখী, বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। বিয়ের আগে আলিয়ার এক পুরোনো ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যা শুনলে চোখ কপালে উঠবে আপনারও।
 

বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার  শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। তবে কি শুধুই বৈশাখী, বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। বিয়ের আগে আলিয়ার এক পুরোনো ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যা শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

পরিচালক মহেশ ভাটের ছোট কন্যা হিসেবে নয়, বরং অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে দাপটের সঙ্গে অভিনয় করছেন। একের পর এক  ব্লকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে। শুটিং করতে গিয়ে যেমন অনেক কিছুর সম্মুখীন হতে হয় অভিনেতা অভিনেত্রীদের। তেমনই বাস্তব জীবনেও একটি অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। বডিগার্ড ছাড়া গভীর রাতে একা বেরিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন আলিয়া ভাট।

Latest Videos

বলিউডের এ-লিস্টার অভিনেতা-অভিনেত্রীরা কখনওই  তাদের দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরে বের হননা। তাদের মধ্য একজন হলেন আলিয়া ভাট। কিন্তু একবার কোনও দেহরক্ষী ছাড়াই রাত প্রায় ৩ টের নাগাদ আলিয়া বাইরে বেরিয়েছিল। সূত্র থেকে জানা গেছিল, প্রাক্তন বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মলহোত্রার বাড়ি থেকেই রাত ৩ টের সময় একা বেরিয়েছিলেন আলিয়া। যদিও বেরানোর আগে একাধিকবার আলিয়া তার নিজের দেহরক্ষীকে ফোন করেছিলেন। এবং সিদ্ধার্থর বাড়ির আশেপাশেই থাকতে বলেছিলেন। কিন্তু একাধিকবার আলিয়া ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। গভীর রাতে আলিয়ার ফোন তোলেননি দেহরক্ষী। তার অনেকক্ষণ পর অবশেষে আলিয়ার ফোনের সাড়া দিয়েছিলেন দেহরক্ষী। তারপর গাড়িতে ওঠার পরই আলিয়া বুঝতে পারেন তিনি মদ্যপ অবস্থায়  রয়েছেন। সেই অস্বস্তিকর পরিস্থিতিতেও তিনি কোনও ঝামেলায় না গিয়ে গাড়ির ভিতর চুপচাপ বসে ছিলেন। আলিয়া নিজের বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করছিলেন। তারপরই গার্ডকে ডেকে জিজ্ঞাসা করাতেই তার দেহরক্ষী মদ্যপ অবস্থার কথা অস্বীকার করেন। রিপোর্টে জানা গেছে, আলিয়ার মা সোনি রাজদান পরের দিনই তার দেহরক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা । বিয়ে নিয়ে এত ধোঁয়াশা এর আগে কারোরই হয়েছে বলে মনে হচ্ছে না। তবে শুরু থেকেই একের পর এক তারিখ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনওটাতেই চারহাত এক হয়নি রালিয়া জুটি।  কবে এক হবে আলিয়া ও রণবীর সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন সকলে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee