ভারত-কে ঘিরে হতাশা, ছবি মুক্তির একদিনের মাথায় অনলাইনে মিলল ভারত

Published : Jun 07, 2019, 01:34 AM IST
ভারত-কে ঘিরে হতাশা, ছবি মুক্তির একদিনের মাথায় অনলাইনে মিলল ভারত

সংক্ষিপ্ত

প্রথম দিন বক্স অফিসে সাফল্যের পারদ চুরান্ত সীমায় পৌচ্ছলেো হতাশার খবর মিলল দ্বিতীয় দিন ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ল ভারত-সম্পূর্ণ ছবিটি। দর্শকের সংখ্যা কমার সম্ভাবনা ফলত উড়িয়ে দেওয়া গেল না

ঈদেই মুক্তি পেল ছবি। শুধু তাই নয় ভাইজানের ছবি দেখতে ভক্তদের ঢল নামল বিভিন্ন প্রেক্ষাগৃহে। প্রটিতি প্রেক্ষাগৃহের আসনই প্রায় ভর্তি। ফলেই প্রথম দিনে ঘরে তুলে আলন ভারত ৪২.৩ কোটি টাকা। কিন্তু সেই সাফল্যের পথে এবার অন্তরায় হয়ে দাঁড়াতে চলেছে অনলাইন। অনলাইল এক ওয়েবসাইটে ছবির দ্বিতীয় দিনেই মিলল ভারত-এর সম্পূর্ণ ভিডিও। ওয়েবসাইটের নাম তামিল রকার্স।

বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খানের ভারত। বৃহস্পতিবার দিনই এই ছবির প্রিন্ট অধিকাংশ মানুষের কাছে পৌঁচ্ছে গেল। ফলেই বেশ কিছু মানুষের সংখ্যা কমল, যারা এই ছবি দেখার অপেক্ষায় ছিলেন। যার ফলে লাভের অংশ কমতে পারে বক্স অফিসে।

ছবি নির্মাতাদের ক্ষেত্রে এই ধরণের সংবাদ বেজায় দুর্ভাগ্য জনক। একটি ছবি তৈরির পেছনে থাকে হাজারও মানুষের পরিশ্রম। সেই ছবি তৈরিই হয় মানুষকে বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তা যদি ঘরে বসেই কেবল মাত্র নেট জগতের কারচুপিতে মানুষের হাতে পৌঁচ্ছে যায়, তবে পরিচালক, অভিনেতা থেকে শুরু করে সকলেই আশাহত হন। এবারে ভারত ছবির কর্মকর্তাদেরও অবস্থা সেই রকমই দাঁড়ালো। কেবল ভারত ছবি নয়, এর আগে ঠিক একই ভাবে প্রকাশ্যে এসেছিল আলাদিন, গর্ডজিলা, ও দেবী ২। প্রভৃতি ছবিই বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতা পারেনি কেবল এই ঘটনার জন্য। শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রবেশের আগেই দেখে নেওয়া হয় ক্যামেরা বন্ধ আছে কি না, কিন্তু সেই পদ্ধতি দেশের সর্বত্রই যদি পালন করা হয়ে তবে অনেকাংশে এই সমস্যাগুলো বোধ হয় এড়িয়ে যাওয়া সম্ভব হবে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?