পরিযায়ী শ্রমিকদের পাশে বলিউড, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভুমি

  • পরিযায়ী শ্রমিকদের পাশে একাধিকবার দাঁড়িছেন বলিউড তারকারা
  • কেউ নিয়েছে খাবারের দ্বায়িত্ব, কেউ ফিরিয়েছেন বাড়ি
  • এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভুমি 
  • সকলের হাতে তুলে দিলেন পাদুকা 

পরিযায়ী শ্রমিকদের পাশে লকডাউনের পর থেকেই বিভিন্ন ভাব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউডের তারকারা। তাঁদের মধ্যে অন্যতম নাম হল সোনু সুদ। লকডাউন ঘোষণার পর বিভিন্ন রাজ্য ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকেরা আটকে পড়েন। সেখান থেকেই চলছিল তাঁদের অপেক্ষা। কিন্তু বেশ কয়েকদিন পর লকডাউন না ওঠায় বাড়ির পথে পা বারিয়েছিলেন তাঁরা। পথে সাহায্যের জন্য তারকারা কোথাও দিয়েছিলেন খাবার, কেউ আবার দিয়েছিলেন গামছা, জল। 

আরও পড়ুনঃ অজয়ের ছবি ফ্লপ করানোর পিছনে করণের ঘুষ, পুরনো কল রেকর্ডিং প্রকাশ্যে আসতেই বাড়ল বিপত্তি

Latest Videos

তবে মাস গড়াতেই একের পর এক পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর উঠে আসে। সেই মতই তাঁদের বাড়ি ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছেন সোনু সুদ। শুধু তিনিই নন, বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। তিনি প্রকাশ্যে আবেদন জানিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের পাশে সাধ্যমত থাকার জন্য। সেই তালিকাতে নাম লিখিয়েছেন এবার ভুমি পেডনেকর। 

বাড়ি ফিরলেও হাতে নেই কাজ। যার ফলে রাজ্যে ফিরেও আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সম্প্রতি ভুমি পেডনেকর গাজিয়াবাদের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন ভুমি পেডনেকর। তুলে দিলেন সকলের হাতে পাদুকা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এমন উদ্যোগ নিলেন ভুমি পেডনেকর। যদিও নিজে অভিনেত্রী এই বিষয় কোনও প্রচারই করেননি। 

Share this article
click me!

Latest Videos

'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি