রোনাল্ডোর সঙ্গে গাঢ় চুম্বনে মত্ত 'বং বিউটি' বিপাশা, ঘনিষ্ঠ দৃশ্যই এখন নেটদুনিয়ার 'হটকেক'

  • বাঙালি কন্যা বিপাশা বসু ও রোনাল্ডোর ঘনিষ্ঠ দৃশ্যই এখন নেটদুনিয়ার হটকেক
  • বং বিউটির এহেন অবতার দেখে ঘুম উড়েছে নেটিজেনদের
  • রোনাল্ডোর সঙ্গে গাঢ় চুম্বনে মত্ত হয়েছেন বিপাশা বসু
  • বিপাাশার সঙ্গে রোনাল্ডোর অন্তরঙ্গ দৃশ্য দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা

নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কন্যার এহেন অবতার দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। লকডাউনে অভিনেতা-অভিনেত্রীদেরে পুরোনা ছবি, ভিডিও মারাত্মক ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেরকমই পুরোনো একটি ছবি পোজ থ্রি-র পাতা সরগরম করছে। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, 

আরও পড়ুুন-এখনও কোভিড পজিটিভ অমিতাভ, ভুঁয়ো খবরের গুজবে রীতিমতো ক্ষুব্ধ অভিনেতা...

Latest Videos

বাঙালি কন্যা বিপাশা বসু ও রোনাল্ডোর ঘনিষ্ঠ দৃশ্যই এখন নেটদুনিয়ার হটকেক। বিপাশার সঙ্গে রোনাল্ডোর ছবিটি বহু পুরোনো হলেও তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। রোনাল্ডোর সঙ্গে গাঢ় চুম্বনে মত্ত হয়েছেন বিপাশা বসু। আর তা ফের শিরোনামে। বিপাাশার সঙ্গে রোনাল্ডোর অন্তরঙ্গ দৃশ্য দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। দেখে নিন,

 

 

বিপাশা বসু তখন বি-টাউনের হট অভিনেত্রীর তালিকায় অন্যতম। সেই সময় রোনাল্ডোর সঙ্গে বিপাসার চুম্বনের দৃশ্য আগুন জ্বালিয়েছিল সোশ্যাল মিডিয়া। বিপাশার হট অবতারে রাতের ঘুম উড়েছিল হাজারো পুরুষের। তার উপর এই চুম্বন দেখে উত্তাপ যেন আরও হাজার গুণ বেড়ে গিয়েছিল। হট অ্যান্ড সেক্সি বিপাশা  জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক থেকে লিভ-ইন সবতেই লাইমলাইটে ছিলেন। তারপরই করণ সিং গ্রেভারের সঙ্গে অ্যালোন ছবিতে তাদের গভীর রসায়ণ মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তারপর থেকেই করণের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। বর্তমানে ৪ বছর ধরে দিব্যই আছেন এই হট কাপল।

Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla