হৃদরোগই কি মৃত্যুর কারণ, মাত্র ৪১ বছরেই প্রয়াত বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা বিজেপি নেত্রী সোনালী ফোগাট

একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রির সময়টা মোটেই ভাল যাচ্ছে না। অকালে  চলে গেলেন ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাট। বিগ বস-১৪-তে অংশ নেওয়ার পর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে সোনালির। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সোনালি। অভিনেত্রীর পরিবারই তার মৃত্যুর খবর জানিয়েছেন। ২০১৯ সালে বিজেপির টিকিটে হরিয়ানা বিধানসভা নিবার্চনে লড়েওছিলেন সোনালি। আদমপুর কেন্দ্র থেকে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন সোনালি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রির সময়টা মোটেই ভাল যাচ্ছে না। অকালে  চলে গেলেন ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাট। বিগ বস-১৪-তে অংশ নেওয়ার পর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে সোনালির। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সোনালি। অভিনেত্রীর পরিবারই তার মৃত্যুর খবর জানিয়েছেন। ২০১৯ সালে বিজেপির টিকিটে হরিয়ানা বিধানসভা নিবার্চনে লড়েওছিলেন সোনালি। আদমপুর কেন্দ্র থেকে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন সোনালি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

সূত্রের খবর হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সোনালির।  মৃ্ত্যুর আগে টুইটারে নিজের প্রোফাইল পিকচারও বদলেছিলেন সোনালি। নতুন ছবিতে পাগড়ি পরে নজর কেড়েছিলেন। অন্যদিকে মৃত্যুর কিছুক্ষণ আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছিলেন  ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাট। কমল খানের ইশক সুফিয়ানা-গানের তালেই পা মেলাতে দেখা গেছে সোনালিকে। হলুদ রঙের শাড়ি পরে  মাঝরাস্তায় নাচতে দেখা গেছে সোনালিকে। আরও জানা যায়, শুটিংয়ের জন্যই দু-দিন গোয়ায় গিয়েছিলেন। এবং গোয়াতেই তার মৃত্যু হয়েছে। প্রয়াত বিজেপি তারকার দেহ পুলিশ ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে গিয়েছে এবং সেখানেই তার ময়নাতদন্ত করা হবে। 

Latest Videos

 

 

বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা বিজেপি নেত্রী  টিকটক স্টার হিসেবে জনপ্রিয় ছিলেন। সোমবার রাতেই হার্ট অ্যাটাকে হয় অভিনেত্রীর জানা গেছে, বিজেপি নেতাদের সঙ্গেই সেখানে গিয়েছিলেন তিনি। তবে প্রাথমিক ভাবে হার্ট অ্যাটাককেই মৃত্যুর কারণ বলে মনে করা হলেও পুলিশ তদন্ত শুরু করেছে। বিগ বস -১৪ তে অংশ নেওয়ার পরই তার জনপ্রিয়তা বেড়ে যায়। শো চলাকালীন নিজের ব্যক্তিগত তথ্যও প্রকাশ্যে এনেছিলেন সোনালি। তিনি জানিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর একজন ব্যক্তি তার জীবনেবড় পরিবর্তন এনছিলেন, তাকে অনেক কিছু সাহায্য করেছিলেন। তবে যে কোনও কারণ বশত সেই সম্পর্ক পরিণতি পায়নি। তবে কে সেই ব্যক্তি, তা জানাননি সোনালি। ২০২০ সালে সোনালির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ভাইরাল হয়। সেই ভিডিওতে এক অফিসারকে চপ্পল দিয়ে মারধর করতে দেখা যায় সোনালিকে। সেই বছরই বিগ বসে সুযোগ পান সোনালি। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সোনালি  শুধুমাত্র টিকটক স্টারই ছিলেন না একাধিক মিউজিক অ্যালবামেও কাজ করেছেন সোনালি।  কোনও কিছু না বোঝার আগেই হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে বহু মানুষ। আচমকা বুকে ব্যথা হলে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ। যাকে বলা হয় মাওকার্ডিয়াল ইনফ্রাকশান।  শিরার মধ্যে রক্তের গতি বন্ধ হয়ে গেলেই এমনটা হয়। আবার কিছু ক্ষেত্রে গতি কমে যায়। এই সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। শুধুমাত্র বয়স্কদেরই হার্ট অ্যাটাক হতে পারে এই ধারণা এখন অতীত।  যত দিন যাচ্ছে, অল্প বয়সীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের প্রবণতা। 

আরও পড়ুন-এই বিশেষ কারণেই রণবীরের সঙ্গে বিয়ের আগে লিভ-ইনে থাকতেন আলিয়া, কারণ জানলে চমকে যাবেন

আরও পড়ুন-সহবাসের পরও চলত অকথ্য শারীরিক অত্যাচার, তাও কেন সলমনকে ছাড়েননি ঐশ্বর্য

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today