রিয়্যাল লাইফ হিরো সোনু সুদ-কে মেরে পাট-পাট করে দিলেন চিরঞ্জীবী! এবার কি করবে সোনুর ভক্তরা

রিয়্যাল লাইফ হিরো এবার কামব্যাক করছেন বড়পর্দায়। সোনুর অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই।  আজই মুক্তি পাচ্ছে কোরাতলা শিভা পরিচালিত ছবি 'আচার্য'। দক্ষিণী ছবি 'আচার্য' দিয়েই কামব্যাক করছেন সোনু সুদ। এই ছবিতেই সোনুর সঙ্গে দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী ও রামচরণ অভিনয় করছেন। কোরাতালা শিবা পরিচালিত ছবিতে  খলনায়কের চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমে সোনু জানিয়েছেন, 'আচার্য' ছবিতে খলনায়কের চরিত্রে দর্শকরা কতটা তাকে মেনে নেবে তা ভীষণই চিন্তার বিষয়। ছবি নির্মাতারাও এই নিয়ে চিন্তিত ছিলেন যে সোনুকে নেতিবাচক চরিত্রে আদৌ কি দর্শক গ্রহণ করবে। সোনু বলেন, আমাকে নেতিবাচক চরিত্রে দেখাটা অনেকটাই কঠিন।  এমনকী প্রযোজক, পরিচালক , লেখকরাও যে আমাকে নেগেটিভ চরিত্রে কল্পনা করতে পারবেন না তা নিয়ে কথা বলেছিলেন।  এবং এই কারণেই বেশ কিছু পরিবর্তনও করতে হয়েছিল 'আচার্য'র শুটিংয়ে এবং প্যানডেমিকেপ পরও কিছু অংশ  পুনরায় শুটিং করা হয়েছিল। 

বলি অভিনেতা সোনু সুদ,  তার কথা নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তিনিই যে সত্যিই বাস্তবের নায়ক, তা যেন হাতেনাতে প্রমাণ করে দিয়েছেন সোনু সুদ। গত দুই বছরে যখন বেশিরভাগ সিনেমা হল বন্ধ ছিল, মুক্তি পায়নি কোনও ছবি তখন বিনোদনের রসদ জোগাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছিলেন অভিনেতারা।  নিজেদের নিত্যদিনের রোজনামচাই ভক্তদের সঙ্গে শেয়ার করতেন। কিন্তু সেই পথে হাঁটেননি বলি অভিনেতা সোনু সুদ। বরং সেই মহামারির সময়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের বাড়ি পৌঁছে দেওয়াই একমাত্র মূল লক্ষ্য ছিল সোনু সুদের। অক্সিজেন সরবরাহ থেকে চিকিৎসার সরঞ্জাম কীসের ব্যবস্থা করে দেননি সোনু সুদ। পরিযায়ী শ্রমিকরা তাকে ভগবান বলেই মনে করেন।  আর্থিক সাহায্য করার জন্য ১০ কোটি টাকার বিনিময়ে নিজের সম্পত্তিও বন্ধক রাখতে পিছপা হননি সোনু সুদ। 

রিয়্যাল লাইফ হিরো এবার কামব্যাক করছেন বড়পর্দায়। সোনুর অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই।  আজই মুক্তি পাচ্ছে কোরাতলা শিভা পরিচালিত ছবি 'আচার্য'। দক্ষিণী ছবি 'আচার্য' দিয়েই কামব্যাক করছেন সোনু সুদ। এই ছবিতেই সোনুর সঙ্গে দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী ও রামচরণ অভিনয় করছেন। কোরাতালা শিবা পরিচালিত ছবিতে  খলনায়কের চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমে সোনু জানিয়েছেন, 'আচার্য' ছবিতে খলনায়কের চরিত্রে দর্শকরা কতটা তাকে মেনে নেবে তা ভীষণই চিন্তার বিষয়। ছবি নির্মাতারাও এই নিয়ে চিন্তিত ছিলেন যে সোনুকে নেতিবাচক চরিত্রে আদৌ কি দর্শক গ্রহণ করবে। সোনু বলেন, আমাকে নেতিবাচক চরিত্রে দেখাটা অনেকটাই কঠিন।  এমনকী প্রযোজক, পরিচালক , লেখকরাও যে আমাকে নেগেটিভ চরিত্রে কল্পনা করতে পারবেন না তা নিয়ে কথা বলেছিলেন।  এবং এই কারণেই বেশ কিছু পরিবর্তনও করতে হয়েছিল 'আচার্য'র শুটিংয়ে এবং প্যানডেমিকেপ পরও কিছু অংশ  পুনরায় শুটিং করা হয়েছিল। 

Latest Videos

 

 

আরও পড়ুন-ছিঃ ছিঃ! পর্ন সাইটে কী করছেন উরফি জাভেদ? ছবি দেখেই যৌনকর্মীর তকমা দিলেন নেটিজেনরা

আরও পড়ুন-'বাথরুমে ঢুকেই হাউ হাউ করে কাঁদতাম', ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন টলি ডিভা শুভশ্রী

আরও পড়ুন-ব্রা-খুলে আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিতে সুপার হট মালাইকা, লাস্যে ভরা শরীরে বুঁদ ভক্তরা

 

কোভিডের আগেই  'আচার্য' ছবির শুটিং শুরু করেছিলেন সোনু সুদ। দক্ষিণী ছবি 'আচার্য' শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে সোনু সুদ জানিয়েছেন, চিরঞ্জিবী স্যার আমায় বলেছিলেন তোমায় ছবিতে নেওয়াটাই একটা বড় সমস্যা। কারণ তোমাকে আমি অ্যাকশন দৃশ্যে রাখতে পারব না। কারণ ছবির অ্যাকশন দৃশ্যে আমি যখনই তোমায় মারব, লোকে আমায় অভিশাপ দেবে। তাই অ্যাকশন দৃশ্যে তাকে নেওয়া ঠিক হবে কি না তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন পরিচালকেরা। তবে চিরঞ্জীবির মতো স্টারের এই মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। সূত্রের খবর খলনায়ক নয়, নায়ক হিসেবেও সোনুকে চাইছেন পরিচালক ও প্রযোজক সকলেই।  একাধিক হিট ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সোনু সুদ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report