মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা উঠে এসেছে যা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব চলছে জোরকদমে। উত্তাল পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নিরাপত্তার গাফিলতি নিয়ে এবার সরব হলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত।
গত বুধবার ভোটমুখী পঞ্জাবে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা নিয়ে উত্তাল দেশ। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার সময় প্রায় ২০ মিনিট উড়ালপুলের জ্যামে আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। যার ফলে সমস্ত কর্মসূচী বাতিল করে ভাতিন্ডা ফিরে আসেন মোদী। এবং এই ঘটনাতেই মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা উঠে এসেছে যা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব চলছে জোরকদমে। নরেন্দ্র মোদীর গলদ কান্ডে ইতিমধ্যেই তোলপাড় পঞ্জাব। মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা উঠে এসেছে যা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব চলছে জোরকদমে। উত্তাল পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নিরাপত্তার গাফিলতি নিয়ে এবার সরব হলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। এবার মোদীর প্রতিবাদে মুখর হলেন কঙ্গনা। প্রধানমন্ত্রীর ঘটনায় সুর চড়িয়ে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে পঞ্জাবের উপর সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, এর জন্য গোটা দেশকে মূল্য চোকাতে হবে বলেই জানিয়েছেন বলি ডিভা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, পঞ্জাবে যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজবক। মাননীয় প্রধানমন্ত্রী একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতা, প্রতিনিধি, ১৪০ কোটি ভারতীয়র কন্ঠস্বর। তার উপর আক্রমণ মানে প্রতিটি ভারতীয়র উপর আক্রমণ, এটা আমাদের গণতন্ত্রের উপর হামাল। পঞ্জাব সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে উঠেছে। ওদের এখন না থামালে দেশকে বড় মূল্য চোকাতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই মোদীর নিরাপত্তার গাফিলতি নিয়ে তোলপাড় পঞ্জাব। ইতিমধ্যেই মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় তদন্তে উঠে এসেছে একাধিক অভিযোগ। মোদীর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগও এনেছে স্বরাষ্টমন্ত্রক। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ও শাসক দল বিজেপির একনিষ্ঠ ভক্ত কঙ্গনা। এর আগেও কেন্দ্রের একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন কঙ্গনা। কৃষক আন্দোলনের সময়েও পঞ্জাবের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এসেছিস। এবারও প্রধানমন্ত্রী ইস্যু-তে বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।