পুলওয়ামা শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান শাহরুখ-অভিতাভসহ বিটাউন তারকাদের

Published : Aug 15, 2019, 04:27 PM IST
পুলওয়ামা শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান শাহরুখ-অভিতাভসহ বিটাউন তারকাদের

সংক্ষিপ্ত

পুলওয়ামায় নিহতের শ্রদ্ধা জানিয়ে গান বলিউডে সামিল হলেন বলিউডের প্রথম সারির তারকারা স্বাধীনতা দিবসের আগেই মুক্তি গান সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানান হল সিআরপিএফ-এর তরফ থেকে

পুলওয়ামায় জঙ্গিদের আত্মঘাতি হামলার ফলে প্রাণ হারিয়েছিলেন মোটের ওপর ৪০ জন ভারতীয় সেনা। স্বাধীনতা দিবসের আগেই তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন বলিউড তারকারা। একই সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খানের মতন তারকা। সেই গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হল নেট দুনিয়ায়।

গানের নাম তু দেশ মেরা। সেই গানেরই রেকর্ডিং পর্ব শেষ হয়েছিল মাস খানেক আগে। এই গানের মাধ্যমেই পুলওয়ামায় আহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। গানের ছোট ছোট অংশে দেখা যায় ভিকি কৌশল, অনুপম খের, কঙ্গনা রানওয়াত, ট্রাইগার শ্রফকে। পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগ দেন শাহরুখ খান। 

তবে শোনা যায় এই গানটির জন্য কেউই পারিশ্রমিক নেননি। এই গানটি প্রকাশ্যে আসার পরই তা নজর কাড়ে সিআরপিএফ-এর। সম্প্রতিই উরি ছবির জাতীয় পুরষ্কার সেনাদের নামে দিয়ে নজির গড়েছেন ভিকি কৌশল। এবার এই গান প্রকাশ্যে আসার পর আবারও সেনাদের মন জয় করল বলিউড। তাঁরা তাঁদের অফিসিয়াল পাতায় টুইট করে ধন্যবাদও জানান বলিউড তারকাদের। 

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?