ঘূর্ণিঝড় ফণী-র দাপটে লণ্ডভণ্ড ওড়িশার পাশে দাঁড়াল এবার বি টাউন

Published : May 06, 2019, 04:47 PM IST
ঘূর্ণিঝড় ফণী-র দাপটে লণ্ডভণ্ড ওড়িশার পাশে দাঁড়াল এবার বি টাউন

সংক্ষিপ্ত

ফণীর দাপটে বিপর্যস্ত ওড়িশার পাশে বলিউড যথা সম্ভব অর্থ সাহায্যের আবেদন

শুক্রবার সকালে ঘূর্ণীঝড় ফণী আছড়ে পরে ওড়িশার বুকে। টানা তিন ঘন্টার ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় ওড়িশার অধিকাংশ অঞ্চল। ব্যাপক ক্ষতির সন্মুখীন হওয়া ওড়িশার পাশে এবার দাঁড়াল বি টাউনের তারকা। ঝড়ের পূর্বাভাস মেলা মাত্রই টলিতারকারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সকলকে সতর্ক থাকার কথা জানিয়ে ছিলেন। এবার ঝড়ের পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকারা। ওড়িশা সরকারকে যথা সম্ভব অর্থ সাহায্য করার আবেদন জানান ভক্তদের উদ্দেশ্যে।

ফণীর দাপটে ওড়িশার ক্ষয়ক্ষতির আসল চেহারাটা চোখের সামনে আসার পরই নড়েচড়ে বসে সাধারন মানুষ থেকে সরকার। পাশে এসে দাঁড়ায় সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। সেই তালিকায় বাদ পরল না কেউই।

ওড়িশার ভয়াবহ পরিস্থিতি সামনে আসার পর থেকেই বলিউড স্টারেরা পাশে থাকার আশ্বাস দেন সাধারন মানুষকে, সোশ্যাল মিডিয়া জুড়ে ওঠে নতুন ঝড়। একে একে  অভিষেক বচ্চন, রাজকুমার রাও, বরুন ধওয়ান, ভূমি ইরানি প্রমুখেরা টুইট করে জানান, সামর্থ মত অর্থ দিয়ে ওড়িশার মানুষ ও সরকারের প্রতি সাহায্যের হাত  বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। সঙ্গে তারা শেয়ার করেন ওড়িশা সরকারের অফিসিয়াল লিঙ্কও। যার মাধ্যমে সরাসরি অর্থ সাহায্য পাঠানো  যাবে ওড়িশা সরকারকে।

অপরদিকে মাধুরী দীক্ষিত, সিদ্ধার্থ মালহোত্রা, প্রমুখেরা ওড়িশার বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে  আসার কামনা করে টুইট করছেন প্রতিনিয়ত।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

রাজকুমার পেরিয়াস্বামীর পরিচালনায় আসছে 'D55'! ছবির মুখ্য চরিত্রে কে থাকছে জানেন?
Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই