হৃত্বিক থেকে ঐশ্বর্য, পবিত্র রাখি বন্ধনের-র শুভেচ্ছায় ভাসছে বিটাউন

Published : Aug 22, 2021, 11:35 AM IST
হৃত্বিক থেকে ঐশ্বর্য, পবিত্র রাখি বন্ধনের-র শুভেচ্ছায় ভাসছে বিটাউন

সংক্ষিপ্ত

রবিবার পবিত্র রাখির বন্ধনে প্রতিটা ভাই বোনের সম্পর্ক হয়ে ওঠে আরও সুমধুর। ভাইয়ের হাতে রাখি পরিয়ে শুভকামনা করে থাকেন সকল বোনেরা। এই বিশেষ দিনে বলিউড সেলেবরাও শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়। 

রবিবার রাখির দিন সেলিব্রেশনে আমতেলন আট থেকে আশি। তিথি অনুযায়ী শনিবার বিকেল থেকেই পড়েছে রাখি পূর্ণিমার তিথি। এই বিশেষ দিনে নিজের দাদা-ভাই বা ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলল না বিটাউন। তাই শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। 

 

 

ভাইকে রাখি পরানোর ভিডিও শেয়ার করে রাখির শুভেচ্ছা জানালেন মাধুরী দীক্ষিত। 

 

 

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে ট্যাবু ভাঙলেন তাপসী পান্নু। নিজের বোনের ছবি শেয়ার করে লিখলেন, যিনি সুরক্ষা দেন, তাঁর কোনও জেন্ডার থাকতে পারে না।

 

 

হতেই পারে আপনি আপনার ভাই বোনের থেকে অনেক দূরে রয়ছেন, তবে পেয়ার কা এক্সচেঞ্জ অ্যাপ আপনার ভালোবাসা পৌঁছে দেবে, জানালেন হৃত্বিক রোশন।  

 

 

সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য ছবি শেয়ার করে রাখির শুভেচ্ছা জানালেন। 

 

 

নিজের বোনকে ট্যাটু বানিয়ে গিফট করেছিলেন অর্জুন কাপুর। এছাড়াও অমিতাভ বচ্চন থেকে শুরু করে জেনেলিয়া, একাধিক সেলেব শুভেচ্ছা জানিয়েছেন রাখিতে। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে