বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেত্রী ফারুখ জাফর। কেরিয়ারের শুরুতে নয়, বরং বেশ কিছুটা সময় পেড়িয়ে ৪০-এর পর অভিনয় জগতে তাঁর হাতেখড়ি।
চার দশকের কেরিয়ার। অভিনয়ের সঙ্গে পথচলা শুরু সেই আশির দশক থেকে। ধিরে ধিরে পরিস্থিতির সঙ্গে বদলেছে চরিত্র, বদলেছে অভিনয়ের মান, দিন দিন তিনি যেন আরও দর্শক মনে জায়গা করে নিচ্ছিলিলেন তাঁর স্পেশ্যাল উপস্থিতিতেই। শাহরুখ সলমন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, তাঁর সঙ্গে ফ্রেম শেয়ার করেননি এমন স্টারের সংখ্যাই যেন কম।
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেত্রী ফারুখ জাফর। কেরিয়ারের শুরুতে নয়, বরং বেশ কিছুটা সময় পেড়িয়ে ৪০-এর পর অভিনয় জগতে তাঁর হাতেখড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতী ঘটলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নি-শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।
১৯৮১ সালে উমরাও জান ছবি থেকে অভিনয় জগতের পথ চলা শুরু। সেখানেই তাঁকে রেখার মায়ের ভূমিকাতে দেখা যায়। এরপর সুলতান থেকে শুরু করে স্বদেশ, এমন কি গুলাবো সিতাবো-র মত ছবিতে তিনি সকলের মন জয় করেছেন। পেয়েছেন একাধিক পুরষ্কারও। তাাঁর মৃত্যুর খবরে নেট দুনিয়ায় শোকের ছায়া।