ফের বড় ধাক্কা, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তী দিলীপ কুমারের ভাই এহসান খান

Published : Sep 03, 2020, 11:52 AM ISTUpdated : Sep 03, 2020, 11:53 AM IST
ফের বড় ধাক্কা,  করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তী দিলীপ কুমারের ভাই এহসান খান

সংক্ষিপ্ত

প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের আর এক ভাই এহসান খান  করোনায় আক্রান্ত হয়েই গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এহসান খান মৃত্যুকালে এহসান খানের বয়স হয়েছিল ৯০ বছর রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল এহসান খানের

ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের আর এক ভাই এহসান খান। সদ্য কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল দিলীপ কুমারের ভাই আসলাম খানের। তার মৃত্যুর ১১ দিনের মাথাতেই ফের অন্য ভাইকে হারালেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে এহসান খানের বয়স হয়েছিল ৯০ বছর।

 

 

বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। একের পর এক অভিনেতাকে গ্রাস করেছে এই করেনা  ভাইরাস। গত ২১ আগস্ট মুম্বইয়ের হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দিলীপ কুমারের ভাই আসলাম খান। তার মৃত্যুর কিছুদিনের মধ্যে অন্য ভাই এহসান খানকে হারালেন দিলীপ কুমার। গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন এহসান খান। করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরই তড়িঘড়ি করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

আরও পড়ুন-মধুচক্রের গোপন ডেরা থেকে যৌন নির্যাতনে অভিযুক্ত, সলমনের 'বিগ বস'-এর নয়া চমক 'রাধে মা'...


গতকাল রাত ১১ টার সময়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমারের ভাই এহসান খান।  ছোট ভাই আসলামের মতোই এহসানকেও ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল এহসানের। রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল এহসান খানের। দিলীপ কুমারও দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে। পরপর দুই ভাইয়ের মৃত্যুশোকে শোকাহত বলিউডের কিংবদন্তী দিলীপ কুমার।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে