
সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'বুলবুল'। ওয়েব সিরিজে অভিনয় করেই এখন দর্শকমহলে পরিচিত মুখ অবিনাশ তিওয়ারি। কয়েকদিন আগে একটি খবরে ঘুম উড়েছিল দর্শকদের। প্রয়াত হয়েছেন 'বুলবুল' খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি। খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলেই হতবাক হয়ে গিয়েছিল।
আরও পড়ুন-'মতের মিল অমিল',সৌমিত্রর 'অভিযান'-এ শেষ আড্ডায় আবেগাপ্লুত পরমব্রত...
একটি ওয়েবসাইট মারফত খবরটি ছড়িয়ে পড়েছিল। বুলবুল খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি প্রয়াত। তার আত্মার শান্তি কামনায় একাধিক পোস্টে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। নিজের মৃত্যুর পোস্ট চোখে পড়া মাত্রই এর যথাযোগ্য জবাব দিয়েছেন অভিনেতা। অবিনাশ জানিয়েছেন, 'এত তাড়তাড়ি কোথায় যাচ্ছি না, এরা কারা? নিজেদের জায়গাটা একটু উন্নত করো দয়া করো।'
আরও পড়ুন-'সাহসীকন্যা' কঙ্গনাকে কুর্নিশ সিমির, পাল্টা কড়া জবাব তাপসী-স্বরার...
অবিনাশের এই টুইট দেখা মাত্রই সকলেই হতবাক হয়েছেন। অভিনেত্রী অহনা কুমরা, মানবী সহ আরও অনেকেই টুইট করেছেন। এখন সকলেই স্বস্তিতে রয়েছেন। এই ভুঁয়ো খবরে সকলেই চিন্তিত ছিলেন। ওয়েব সিরিজ বুলবুল-এ সত্য ঠাকুরের চরিত্রে দেখা গেছে অবিনাশকে। ওয়েব সিরিজ সকলেরই মন কেড়েছে। এর আগে 'ঘোস্ট স্টোরিজ ', 'লায়লা-মজনু'-তে দেখা গেছে অবিনাশকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।