রাত ৯ টায় জেগে উঠল সিনেদুনিয়া, মোদির ডাকে সারা দিয়ে প্রদীপ হাতে তারকারা

Published : Apr 05, 2020, 11:40 PM IST
রাত ৯ টায় জেগে উঠল সিনেদুনিয়া, মোদির ডাকে সারা দিয়ে প্রদীপ হাতে তারকারা

সংক্ষিপ্ত

বলিউড থেকে টলিউড সকলেই মোদির পাশে দাঁড়ালো প্রদীপ জ্বালিয়ে।  কেউ ছাদে তো কেউ বাড়ির মধ্যেই প্রদীপ জ্বালিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সকলের সংহতি বার্তা।

সাধারণ মানুষের পাশাপাশি জনতা কারফিউতে যোগদান করেছিলেন বলিউড থেকে টলিউড সেলেব্রিটিরাও। কেউ বারান্দায় তো কেউ ছাদে, একে একে সকল তারকারাই সময় মতো জনতা কারফিউতে অভিবাদন জানিয়েছেন সে সকল মানুষদের জন্য যারা দিনরাত খেটে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের সুস্থ করার চেষ্টা করেছিলেন। 

আরও পড়ুনঃহীরের চেয়েও মূল্যবান উপহার পেলেন করিনা, ছবি দেখলে চমকে যাবেন

আরও পড়ুনঃমিমিকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার চেষ্টায় অঙ্কুশ, মেক আপ নিয়ে ঠাট্টা করলেন অভিনেতা

জনতা কারফিউর পর রাত ৯ টায় এবার প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে ফের দাঁড়ালো সিনেজগৎ। দীপিকা-রণবীর থেকে শুরু করে বিরাট-অনুষ্কা সকলেই প্রদীপ জ্বালিয়ে আশার আলো বজায় রাখলেন। 

ক্যাটরিনা কাইফও সাদা পোশাক পরে ছাদে সেন্টেড মোমবাতি জ্বালিয়ে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। অক্ষয় কুমার নিজের বাড়ির বারান্দায় মোমবাতি জ্বালিয়ে করোনারক বিরুদ্ধে লড়ার সাহস জোগালেন।

 

 

 

 

তারকাদের তালিকায় রয়েছেন বরুন ধাওয়ান, কপিল শর্মা, কঙ্গনা রনাওয়াত, কার্তিক আরিয়ান, ঐশ্বর্য-অভিষেক, কৃতি স্যানন, করিশ্মা কাপুর, বিপাশা বসু, রজনীকান্ত, মহেশ বাবু, জাহ্নবী কাপুর। প্রদীপ জালিয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুুপর্ণা সেনগুপ্ত ও নুসরত জাহানও।


আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল