ফারহান থেকে স্বরা, যারা মোদীর কট্টর সমালোচক বলেই পরিচিত

Published : May 24, 2019, 05:34 PM IST
ফারহান থেকে স্বরা, যারা মোদীর কট্টর সমালোচক বলেই পরিচিত

সংক্ষিপ্ত

গণতন্ত্রে মত পার্থক্য থাকাটাই আশানুরূপ নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় ফিরে আসায় সমালোচকের ভূমিকা নিয়েছেন বেশ কিছু তারকা মোদীর কট্টর সমালোচক বলেই পরিচিত যে তারকা

বলিউডের অধিকাংশ সেলিব্রিটিরা যখন নাম লিখিয়েছেন বিজেপি ক্যাম্পে তখন কিছু শিল্পী আছেন যাঁরা এসবের ধার ধারেন না। গণতন্ত্রে মত পার্থক্য থাকাটাই আশানুরূপ। সেটা না হওয়াই বিপজ্জনক। নরেন্দ্র মোদী ও এনডিএ জোটের পুনরায় ক্ষমতায় ফিরে আসার ফলে আশার আলো দেখেছেন বলিউডের বহু সেলিব্রিটি। কিন্তু সেখানেই সমালোচকের ভূমিকা নিয়েছেন বেশ কিছু তারকা। জেনে নিন কারা-

  • স্বরা ভাস্কর- মোদী সরকারের সবচেয়ে জোরালো সমালোচকদের মধ্যে একজন হলেন স্বরা। টুইটারে খুবই অ্যাকটিভ এই নায়িকা বিজেপি-কে কটাক্ষ করার একটা সুযোগও ছাড়েন না তিনি। বিরোধীদলের প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর জন্য তিনি প্রচারেও সামিল হয়েছিলেন।
  • গওহর খান- গওহরও শাসকদলের এক অন্যতম সমালোচক। মোদী এবং বিজেপি-বিরোধী বহু পোস্ট শেয়ার করেন গওহর, যা থেকে স্পষ্ট বোঝা যায়, বিরোধী দলের প্রতিই সমর্থন রয়েছে তাঁর।
  • জাভেদ আখতার- জাভেদ আখতারও ডানপন্থী রাজনীতি তথা বিজেপি দলের একজন সমালোচক। ভোপালের নির্বাচনী এলাকা থেকে প্রজ্ঞা ঠাকুরকে দাঁড় করানোর ব্যাপারে বিজেপির সমালোচনা করেছিলেন।
  • ফারহান আখতার- বাবা জাভেদ আখতারের পথেই হেঁটেছেন ফারহান। রাজনৈতিক বিষয়ে খুব একটা অকপট নন তিনি, কিন্তু, সম্প্রতি তাঁর একটি টুইটে ফারহান লেখেন, ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুরকে ভোট না দেওয়ার কথা। 
  • অনুরাগ কাশ্যপ- বলিউড চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ বিরোধী দলের একনিষ্ঠ সমর্থক। নানা বিষয়েই প্রধামনমন্ত্রীর দিকে আঙুল তোলার জন্য বারবারই বিজেপি সমর্থকদের রোষের মুখে পড়েছেন তিনি। 
  • বিশাল দাদলানি- গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানিও মোদী সরকারের এক কড়া সমালোচক। সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন বিশাল। অন্যদিকে আম আদমি পার্টির একজন শক্তিশালী সমর্থক বিশাল।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?
শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত