ছবি দেখে হয়তো অনেকেি চিনতে পারবেন না বলিউডের কোন নায়িকার ছবি এটি। কারণ বর্তমানে তার মুখের আদলের সঙ্গে কোনো মিলই খুঁজে পান না কেউই। তিনি হলেন সোনাম কাপুর। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ছবি নিজেই শেয়ার করলেন ভক্তদের জন্য। ছুির মেজাজে সকলেই। একের পর এক তারকাদের বিদেশ সফরের ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কিন্তু ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত সোনাম। ফলেই সময় মিলছে বেড়িয়ে আসার। যদিও বা সময় মিলছে, সেই ছুটির আমেজে কোথাও যেন শৈশবরে আনন্দ মেলে না। মাঝে মধ্যেই তাই অ্যালবামের পাতা উল্টোনো।
অনিল কাপুর সপরিবারে মাঝে মধ্যেই বেড়িয়ে পড়তেন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। তখন ভ্রমণের সমীকরণ ছিল ভিন্ন, বিমান-এ ইকনমিক ক্লাসে নয়, ট্রেনের স্লিপার ক্লাসেই ঘুরতে জেতেন তারা। সেই দিনগুলো ছিল সত্যিই সুন্দর। আজও সেই দিনগুলোর কথা মনে পরে, জানিয়ে ছবিটি শেয়ার করলেন নায়িকা। তবে সে সোনাম কাপুরের লুক, আর বর্তমান সোনামের লুকে রয়েছে বিস্তর ফারাক। প্রথম থেকেই তিনি এত স্লিম ছিলেন না, বিনোদন জগতে পা রাখার জন্য মোটের ওপর ৩৫ কেজি ওজন কমিয়ে ছিলেন নিজের। ফলেই ভক্তদের তাকে চিনতে না পারারই কথা। এখন বাবা-মেয়ে দুজনের পক্ষেই একই সঙ্গে সময় বার করে নেওয়াটা বেজায় জটিল ব্যাপার। তাই পারিবারিক ভ্রমণ হয়ে ওঠে না বললেই চলে। যদিও বা হয়, সেই পুরোনো দিনের ট্রেনে চরার স্বাদ হয়তো আর নাও মিলতে পারে সোনামের।