দাবাং সিকুয়ালে চুলবুল পান্ডের মায়ের ভূমিকায় অভিনয় করছেন কোন তারকা, দেখুন

  • চুলবুল পান্ডের গল্পে নয়া মোড়
  • কে হতে চলেছেন তার মা
  • কবে মুক্তি পাবে দাবাং সিকুয়াল

২০১০ সালে মুক্তি প্রাপ্ত ছবি দাবাং সলমন খানের হিট ছবির তালিকায় অন্যতম নাম। চুলবুল পান্ডের পর্দায় সাড়া জাগানো উপস্থিতিতে দর্শক মুগ্ধ হয়েছিল। সলমন ভক্তদের কাছে এই ছবি আজও সলমন খান অভিনীত সেরা ছবির মধ্যে একটি। ২০১৯ সালে নতুন ছবি নিয়ে দর্শক মহলে সবচেয়ে বেশি কৌতুহল সৃষ্টি করেছে এই ছবিরই তৃতীয় সিকুয়াল, যা মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে।

পুলিশ অফিসার চুলবুল পান্ডের ভক্তের সংখ্যা বিস্তর। ফলত ছবিটি বক্স অফিসে দুশো কোটি ক্লাবে জায়গা করে নেয়। দাবাং-এর বিপুল জনপ্রিয়তাকে ঘিরেই দুবছরের মাথায় তৈরি হয় এই ছবির দ্বিতীয় সিকুয়াল। সেই ছবিও বক্স অফিস কাঁপিয়ে জায়গা করে দুশো কোটির ক্লাবে। তারপর কেটে গেছে সাত বছর। দাবাং ৩-এর অপেক্ষায় দিন গুনেছে দর্শক।

Latest Videos

এবছরই সেই সুখবর সামনে আনলেন খোদ অভিনেতা সলমন খান। ছবির খবর সামনে আসা মাত্রই প্রকাশ্য আসে অপর এক তথ্য। চুলবুল পান্ডের মায়ের ভূমিকায় পুনরায় পর্দায় দেখতে পাওয়া যাবে ডিম্পল কাপাডিয়াকে। প্রথম ছবিতে তিনিই সলমন খানের মায়ের ভূমিকায় পাঠ করেন। কিন্তু ঘটনা চক্রে চরিত্রের মৃত্যু ঘটলে পরবর্তীতে তাকে দাবাং সিকুয়ালে আর পাওয়া যায়নি।

এবার তৃতীয় গল্পের মোড় ঘুরলো খানিকটা। চুলবুল পান্ডে ফিরে যাবে অতীতে, ফলেই আবারও মায়ের প্রসঙ্গ চলে আসে গল্পে। সেই সূত্র ধরেই দাবাং-৩-তে আবার দেখা যাবে ডিম্পলকে। শুধু তাই নয়, পুনরায় পর্দায় সলমন সোনাক্ষীর রসায়ণও থাকছে দর্শকের জন্য। গত মাসেই ছবির ছবির শ্যুটিং শুরু হয়েছে। বর্তমানে তা সাময়িক পিছিয়ে পড়েছে, কারণ অভিনেতা ভারত ছবির প্রমোশন নিয়ে এখন বেজায় ব্যাস্ত। ভারত মুক্তির পরই তড়িঘড়ি কাজ শুরু হবে দাবাং-৩এর।

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed