
প্রথম থেকেই কৃষক আন্দোলনের পাশে থেকে সকলের নজর কেড়েছেন দিলজিৎ। কখনও কৃষকদের মাঝে বসে শুনেছেন ভাষণ, কখনও আবার তাদের সাহায্যের জন্য বাড়িয়ে দিয়েছেন হাত। তবে এক দুটাকা নয়। এক ধাক্কায় এক কোটি টাকা। কৃষকদের দেওয়াই ঘটে বিপত্তি। প্রশ্নের মুখে পড়তে হয় দিলজিৎকে। কোথা থেকে এলো এত টাকা! তবে কী কোনও রাজনৈতিক দলের সংযোগ রয়েছে!
আরও পড়ুন- লন্ডন থেকে কলকাতার বুকে বনিতা, শুটিংয়ে এসে করোনায় আক্রান্ত
এখানেই শেষ নয়, খবর প্রকাশ্যে আতসে, এই টাকা দেওয়ার পর থেকেই আয়কর দফতর হাত ধুয়ে তাঁর পেছনে পড়েছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে তাঁর আয়ের উৎস। এই সব খবর ছড়িয়ে পড়ার পরই মুখ খুললেন দিলজিৎ। সোশ্যাল মিডিয়ায় আয়কর দফতরের সার্টিফিকেট শেয়ার করে জানালেন, এই ধরনের খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করে সমস্যায় তাঁদের পাশে থাকার চেষ্টা করুন।
এবার সেই দিকেই নজর দিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠল দিলজিৎ ঝড়। মঙ্গলবার ট্রেন্ড করতে শুরু করে দিলজিৎ। তিনি লেখেন, কোনও রকমের উষ্কানিমুলক কথা তিনি কারুর উদ্দেশ্যে বলেননি। বা প্ররচনাও যোগাননি। যেটা ঠিক তার পক্ষেই তিনি দাঁড়িয়েছে। এই গায়ক বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। তারই মাঝে ভাইরাল হয়ে উঠলেন একাধিক বিতর্কের জেরে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।