দিশা জীবনের ৬ মাস হারিয়েছেন! মাথায় চোট পেয়ে কী হয়েছিল, জানালেন অভিনেত্রী

swaralipi dasgupta |  
Published : Jul 24, 2019, 08:00 PM ISTUpdated : Jul 25, 2019, 11:32 AM IST
দিশা জীবনের ৬ মাস হারিয়েছেন! মাথায় চোট পেয়ে কী হয়েছিল, জানালেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

দিশা পটানির সৌন্দর্যে মাত নেটিজেনরা কিন্তু অনেকেই জানেন না, দিশা তাঁর জীবনের নির্দিষ্ট ৬ মাসের কথা কিছুতেই মনে করতে পারেন না  সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই জানান তিনি  

দিশা পটানির সৌন্দর্যে মাত নেটিজেনরা। কিন্তু অনেকেই জানেন না, দিশা তাঁর জীবনের নির্দিষ্ট ৬ মাসের কথা কিছুতেই মনে করতে পারেন না। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই জানান তিনি। 

দিশা সেই সাক্ষাৎকারে জানান, এক দুর্ঘটনায় চোট পাওয়ার পরে ৬ মাসের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন তিনি। দিশার কথায়, আমি আমার  জীবনের ৬ মাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। কারণ আমি কিছুই মনে করতে পারি না। 

 

 

দিশা ৩ বছর আগে জিমনাস্টিক শুরু করেন। তাঁর ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় তিনি জিমনাস্টিক ও মার্শাল আর্টে কতটা পারদর্শী। কিন্তু একবার এই প্রশিক্ষণের সময়েই পড়ে যান তিনি। মেঝেতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তার পরে ৬ মাসের স্মৃতি মাথা থেকে বেরিয়ে যায় দিশার।

তবে এই আঘাত কোনও ভাবেই দমিয়ে রাখতে পারেনি নায়িকাকে। দিশা সাক্ষাৎকারটিতে জানান,, পড়ে যাওয়া, আঘাত পাওয়া, হাড় ভাঙা, এসবই অনুশীলনের অংশ। এই আঘাতগুলি লাগলে তবেই কোথাও পৌঁছনো যায়।  

তবে শুধু মাথায় চোটই নয়। কিছুদিন আগে ভারত ছবির শ্য়ুটিং করতে গিয়েও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই ছবিতেও তাঁকে বেশ কিছু স্টান্টস করতে দেখা গিয়েছিল। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ফ্যানের কটাক্ষের কড়া জবাব দিলেন বরুণ ধাওয়ান, 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' নিয়ে কী বললেন অভিনেতা?
নেটফ্লিক্সে প্রশংসিত হল ইয়ামির 'হক', জেনে নিন কীসের গল্প আছে এই ছবিতে, জেনে নিন