দিশা জীবনের ৬ মাস হারিয়েছেন! মাথায় চোট পেয়ে কী হয়েছিল, জানালেন অভিনেত্রী

  • দিশা পটানির সৌন্দর্যে মাত নেটিজেনরা
  • কিন্তু অনেকেই জানেন না, দিশা তাঁর জীবনের নির্দিষ্ট ৬ মাসের কথা কিছুতেই মনে করতে পারেন না
  •  সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই জানান তিনি
     
swaralipi dasgupta | Published : Jul 24, 2019 2:30 PM IST / Updated: Jul 25 2019, 11:32 AM IST

দিশা পটানির সৌন্দর্যে মাত নেটিজেনরা। কিন্তু অনেকেই জানেন না, দিশা তাঁর জীবনের নির্দিষ্ট ৬ মাসের কথা কিছুতেই মনে করতে পারেন না। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই জানান তিনি। 

দিশা সেই সাক্ষাৎকারে জানান, এক দুর্ঘটনায় চোট পাওয়ার পরে ৬ মাসের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন তিনি। দিশার কথায়, আমি আমার  জীবনের ৬ মাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। কারণ আমি কিছুই মনে করতে পারি না। 

Latest Videos

 

 

দিশা ৩ বছর আগে জিমনাস্টিক শুরু করেন। তাঁর ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় তিনি জিমনাস্টিক ও মার্শাল আর্টে কতটা পারদর্শী। কিন্তু একবার এই প্রশিক্ষণের সময়েই পড়ে যান তিনি। মেঝেতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তার পরে ৬ মাসের স্মৃতি মাথা থেকে বেরিয়ে যায় দিশার।

তবে এই আঘাত কোনও ভাবেই দমিয়ে রাখতে পারেনি নায়িকাকে। দিশা সাক্ষাৎকারটিতে জানান,, পড়ে যাওয়া, আঘাত পাওয়া, হাড় ভাঙা, এসবই অনুশীলনের অংশ। এই আঘাতগুলি লাগলে তবেই কোথাও পৌঁছনো যায়।  

তবে শুধু মাথায় চোটই নয়। কিছুদিন আগে ভারত ছবির শ্য়ুটিং করতে গিয়েও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই ছবিতেও তাঁকে বেশ কিছু স্টান্টস করতে দেখা গিয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু