
সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগেই নিজের বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাঁর এক্স ম্যানেজার দিশা সাইলান। এর ঠিক কয়েকদিনের মাথাতেই একই পথ বেছে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। মুহূর্তের খবরে উঠে এসেছিল দিশার নাম। দিশার মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই কেন এমন সিদ্ধান্ত নিলেন সুশান্ত। প্রথমে উঠে এসেছিল তাঁদের মধ্যে থাকা সম্পর্কের খবর। কিন্তু পরবর্তীতে গলপে নয়া মোড় ঘটে।
দিশা নিজের সম্পর্ক নিয়ে স্বস্তিতে ছিলেন না। আর সেই কথা জানতেন সুশান্ত। সুশান্ত তা সকলকে জানিয়ে দেওয়ার কথা বলায় তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। এমনই হাজারও খবরে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যু জড়িয়ে করা একাধিক খবর মোটেই ভালো চোখে দেখছেন না দিশার মা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এই নিয়েই মুখ খুললেন তিনি।
দিশার মায়ের কথায় দিশা তাঁর বাড়িতে সেভাবে অফিস নিয়ে কোনও কথাই জানাতেন না। যার ফলে তাঁদের জানাই ছিল না দিশা কখনও সুশান্তের সঙ্গে কাজ করেছেন। কিন্তু দিশার মৃত্য.ুর সঙ্গে যেন সুশান্তের মৃত্যুকে এক করা না হ.য়। এবার তা স্পষ্ট জানিয়ে দেন দিশার মা। সম্প্রতি দিশার মৃত্যু নিয়ে সুশান্তের নাম জড়ানো বেশ খানিকটা বন্ধ। তদন্তের ফোকাসের কেন্দের এখন কেবলই রয়েছেন রিয়া চক্রবর্তী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।