সলমন খানের ছবি নেটিজেনদের ভাষায় যেমনই হোক না কেন তার ভক্তদের কাছে ভাইজানের ছবিই শেষ কথা। ফলেই বক্স অফিসে বিস্তর সাফল্যের মুখ দেখছেন সলমন খান। ২০১২ সাল থেকেই ভাগ্য লক্ষ্মী সঙ্গ ছাড়েনি সলমন খানের। বক্স অফিসে তার প্রভাব পড়তে শুরু করে এক থা টাইগার ছবি থেকেই। প্রথম দিনেই এই ছবি সংগ্রহ করেছিল ৩০.৬১ কোটি টাকা। সেই থেকেই শুরু হয় সলমন খানের বক্স অফিসে ওপেনিং-এর চর্চা।
২০১২ সাল থেকে কোনও ছবিই প্রথম দিনে ২০ কোটি টাকার নিচে নামেনি। ফলেই ছবির সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ভক্তদের মন ক্রমেই জয় করে চলেছেন সলমন খান। ২০১৯ সালের আগে পর্যন্ত প্রেম রতন ধন পায়ো ছবির প্রথম দিন বক্স অফিস সংগ্রহ ছিল সর্বাধিক। এবার তার সেই রেকর্ডও ভেঙে গেল ২০১৯ সালে ঈদের মুক্তিতে।
ভারত ছবি প্রথম দিনই ঘরে তুলে আনল ৪২.৩ কোটি কাটা। যা সলমন খানের চলচ্চিত্র জীবনের সর্বাধিক প্রাপ্তি। এর আগে এই অঙ্ক ছুঁতে পারেনি ভাইজানের কোনো ছবিই । তাই ঈদের সন্ধ্যে বেলায় সকলের সঙ্গে দেখা করে হাত জোড় করে ধন্যবাদও জানিয়ে ছিলেন তিনি। এবার ছবির দ্বিতীয় দিনে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন ভক্তদের উদ্দেশ্যে। জানালেন ধন্যবাদ।