
আজ জনপ্রিয় অভিনেতা অমরীশ পুরীর ৮৭ তম জন্মবার্ষিকী। বলিউডের জনপ্রিয় এই খলনায়কের জন্মদিনে গুগল তার ডুডল-এর মাধ্যমে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করল। ভারতীয় ছবির ইতিহাসে খলনায়ক হিসাবে জনপ্রিয়তার নিরিখে তিনি যে অন্যতম একথা বলাই বাহুল্য।
মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর জনপ্রিয় সংলাপ 'মোগাম্বো খুশ হুয়া' হিন্দি ছবির জগতে একটা আলাদা পরিচিতি তৈরি করেছিল তাঁর। আজকের দিনেই ১৯৩২ সালে পঞ্জাবে জন্ম হয় তাঁর। এরপর ১৯৭১ সালে ৩৯ বছর বয়সে রেশমা অওর শেরা ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি।
তাঁর অভিনয় জীবনে বিশেষ উল্লেখযোগ্য পর্যায় ছিল ১৯৮৪ সাল। কারণ সেই বছরই স্টিভেন স্পিলবার্গের হাত ধরে তিনি পা রাখেল হলিউড ইন্ডাস্ট্রিতে। বলিউড ও হলিউডের পাশাপাশি কন্নড়, মরাঠি, পঞ্জাবী, তেলুগু এবং তামিল ছবিতেও তিনি একইরকম দক্ষ অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।
সিনেমা জগতে তাঁর অবদানকে শ্রদ্ধা জানাতেই গুগল তৈরি করেছে এক অনবদ্য ডুডল, যা তৈরি করেছেন পুনের দেবাংশু মৌলিক।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।