১৩ সংখ্যার গুণফল ২৮ সেকেন্ডে, ৪০ বছর পর শকুন্তলা দেবী পেলেন গিনেস বুক সার্টিফিকেট

Published : Jul 31, 2020, 11:01 AM ISTUpdated : Jul 31, 2020, 12:30 PM IST
১৩ সংখ্যার গুণফল ২৮ সেকেন্ডে, ৪০ বছর পর  শকুন্তলা দেবী পেলেন গিনেস বুক সার্টিফিকেট

সংক্ষিপ্ত

মুক্তি পেয়েছে শকুন্তলা দেবী এরই মাঝে শকুন্তলা দেবীর পরিবারেও সুখবর ৪০ বছর পরে মেয়ে পেলেন গিনেস-এর সার্টিফিকেট  খুশির মেজাজে বিদ্যা বাদালও 

মানব কম্পিউটর শকুপন্তলা দেবী। মুখে মুখে অঙ্ক করে তাক লাগিয়েছিলেন গোটা বিশ্বকে। অঙ্ক যাঁর কাছে ছিল ম্যাজিক ফিগার। সংখ্যা দেখা মাত্রই মস্তিষ্কে চলত কঠিন সমাধান। গণিতজ্ঞ শকুন্তলা দেবীর সেই দাপটেই অবাক হয়েছিল সকলেই। পরিচিতি ঘটেছিল মানব কম্পিউটর নামেই। ১৯৮০ সালে ১৮ জুন তিনি গিনেস বুকে নাম তোলেন। মুখে মুখে বেছে নেওয়া ১৩ সংখ্যার গুণফল করে দিয়েছিলেন মাত্র ২৮ সেকেন্ডে। তবে এতদিন মেলেনি সেই সার্টিফিকেট। 

আরও পড়ুনঃ কেন সুশান্তের মৃত্যুর ৪৪ দিন পর পরিবারের এফআইআর, কারণ খোলসা করলেন আইনজীবী

শুধু মুখেই শোনা যেত গিনেস বুকে নাম ওঠার কথা। কিন্তু ছিল না কোনও প্রমাণ। এবার দীর্ঘ ৪০ বছর পর সেই সার্টিফিকেট পৌঁচ্ছে গেল শকুন্তলা দেবীর মেয়ে অনুপমার কাছে। তাঁর কথায়- আমি জানি এই খ্যাতি বিশ্বের অন্যতম, আমি যেখানেই যাই সেখানেই সকলে এই নিয়ে কথা বলে। অনুপমার বয়স তখন ছিল দশের কাছাকাছি। আজ সেই সার্টিফিকেট হাতে পেয়ে গর্বিত শকুন্তলা দেবীর মেয়ে। 

 

 

পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শকুন্তলা দেবী ছবি। যেখানে মুখ্য ভুমিকাতে অভিনয় করেছেন বিদ্যা বালান। এই খবর পেয়ে তিনিও আনন্দিত। জানান, লন্ডনে ছবির শ্যুটিং-এর সময় অনেকবার অনুপমার কাছে গিয়েছিলেন তিনি। কথায় কথায় বুঝেছিলাম শকুন্তলা দেবীর কাছে কোনও সার্টিফিকেট ছিল না। সেই সার্টিফিকেট হাতে পেলেন শকুন্তলা দেবীর মেয়ে ৩০ জুলাই। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?