'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

দু-দুটি জনপ্রিয় ডান্স আইটেমের গান ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে, আ জানে যা, বছরের পর বছর ধরে যা আজও সেরার সেরা করে রেখেছে, আজও জলসায় মাতিয়ে রাখে হেলেন-লতা মঙ্গেশকর জুটি। 

লতা মঙ্গেশকরের গান (Lata Mangeshkar Song) মানেই তা কালজয়ী, সুর-সম্রাজ্ঞীর কণ্ঠে পারফর্ম করাও সৌভাগ্যের, একের পর এক সেলেবদের মুখে বারে বারে এই কথা শোনা যায়। শোনা যায় কেরিয়ারের এক অতিরিক্ত মাইলেজ লতা মঙ্গেশকরের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকা, কোনওভাবে তাঁর আশির্বাদধন্য কণ্ঠের সংস্পর্শে এসে কাজ করার সুযোগ পাওয়া। ঠিক তেমনই সুযোগ পেয়েছিলেন বলিউডের আইক্যুন স্টার হেলেন (Bollywood Star Helen) । তাঁর দু-দুটি জনপ্রিয় ডান্স আইটেমের গান ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে, আ জানে যা, বছরের পর বছর ধরে যা আজও সেরার সেরা করে রেখেছে, আজও জলসায় মাতিয়ে রাখে হেলেন-লতা মঙ্গেশকর জুটি। ১৯৬৯ সালে ইন্তেকাম ছবি থেকে এই গান সুপারহিট হয়, অন্যটি ছিল পরশমণি ছবি থেকে ওই মা ওই মা ইয়ে কেয়া হো গেয়া। লতা মঙ্গেশকরকে নিয়ে মুখ খুলে হেলেন জানান, 'সকালে ঘুম থেকে উঠেই এই খবর শোনা, আমি চমকে উঠি।' 

'আমার ওঁনার সঙ্গে স্টেজ শেয়ার করার সৌভাগ্য হয়েছিল। আমি তাঁর দুটি গানে পারফর্ম করতে পেরে ভাগ্যবতী, তিনি এই দুটি গান আমায় উপহার দিয়েছিলেন বহুদিন আগে, বর্তমানে যা আমার কাছে সম্পদ। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তা আমার সম্পদই থাকবে। আজ শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁর কাছের মানুষদের এই শোক সহ্য করার ক্ষমতা দিক তিনি, আশা ভোঁসলে আমার প্রায় সমস্তগানই গেয়েছেন। মঙ্গদা গানটি গেয়েছেন উষা মঙ্গেশকর। আমি সত্যি ভাগ্যবান যে আমি তাঁদের এভাবে পাশে পেয়েছি। '

Latest Videos

আরও পড়ুন: কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর, কতটা অনুশোচনা সঙ্গে নিয়ে বিদায় নিলেন তিনি

আরও পড়ুন: হেমা মালিনি, শাবানা আজমি থেকে শুরু করে অক্ষয়-অজয়, শোকস্তবদ্ধ লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরে

চির নিদ্রায় লতা মঙ্গেশকর (Lata Mangeshkar No More)। শনিবার মধ্যরাতে মেলে স্বস্তির খবর, সবস্থা স্থিতিশীল সুর -সম্রাজ্ঞী লতাজির (Lata Mangeshkar)। এদিন গোটা দেশ জুড়ে প্রার্থনায় যেন সাড়া দিয়ে স্বস্তির নিঃশ্বাস, শনিবার বেলাতেই মিলেছিল দুঃসংবাদ। ২৭ দিনের মাথায় আবারও অবস্থা খারাপের পথে ছিল লতা মঙ্গেশকরের। শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে। তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। ডাক্তারের কথায় তিনি প্রাথমিক অবস্থায় টলারেট করছিলেন এই চিকিৎসা পদ্ধতি, রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটে। কিন্তু রবিবার ভোরেই মেলে ভয়ানক খবর, হঠাৎই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটায় ব্যর্থ হয় সকল চেষ্টা। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari