'এই সেদিনও কথা হল', ঋষি কাপুর নেই বিশ্বাস করতেই কষ্ট হেমার

Published : Apr 30, 2020, 10:52 AM ISTUpdated : Apr 30, 2020, 11:27 AM IST
'এই সেদিনও কথা হল', ঋষি কাপুর নেই বিশ্বাস করতেই কষ্ট হেমার

সংক্ষিপ্ত

আবারও ইন্দ্রপতন বলিউডে চলে গেলেন ঋষি কাপুর শোকে ভেঙে পড়ল সকলেই বিশ্বাসই করতে পারলেন না হেমা মালিনী

ঋষি কাপুরের প্রয়ানে আরও একবার ভেঙে পড়ল বলিউড। একের পর এক তারকার পতনে বলিউডে পড়ছে শোকের ছায়া । ২৪ ঘণ্টার মধ্যে চলে গেলেন দুই তারকা। অনেকেই এক কথায় তা মেনে নিতে নারাজ। কাপুর পরিবারের এ এক বড় ক্ষতি। পিতৃহারা রণবীর, বুধবার সকালেও বোঝা যায়নি যে অভিনেতার হাতে সময় আসছে কমে। দিনভর ইরফান খানের মৃত্যু সংবাদে জেরবার বলিউডের কাছে খবর পৌঁছায় মধ্যরাতে। 

আরও পড়ুনঃ 'সে চলে গেল', ঋষি কাপুরের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন অমিতাভ

অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর, তবুও মিলেছিল আশার আলো, স্বাস্থ্যের অবস্থা ভালো হচ্ছে, জানিয়ে ছিলেন রণধীর কাপুর। তবুও কোথাও গিয়ে যেন শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালেই প্রয়াত হলেন ঋষি কাপুর। কীভাবে সম্ভব হল, মানতেই পারছিলেন না হেমা মালিনী। জানালেন, এই সেদিনও কথা হল। ভালোই তো ছিলেন। তাঁর সম্পর্কে যতটা বলা যায়, ততটাই কম। 

দিওয়ালিতে শেষ দেখা ঋষি কাপুরের সঙ্গে, জানালেন হেমা মালিনী। জানালেন, দেশে বেশ ভালোই লাগছিল, সুস্থই ছিলেন তিনি। অমিতাভ বচ্চনের বাড়িতে সকলেই গেছিলাম আমরা। কত গল্প, কত কথা, কিন্তু এ কী শুনলাম আমি! নিজের কানকে বিশ্বাস করতে অস্বস্তি হচ্ছে। স্মৃতিচারণের সময় এটা নয়। ভাষা খুঁজে পাচ্ছি না, কীভাবে বোঝাই কী হারাল বলিউড...। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে