কিয়ারা গানও গাইতে পারেন! জন্মদিনে অভিনেত্রী সম্পর্কে জানুন কিছু অজানা তথ্য

  • কবীর সিং ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন কিয়ারা আডবানি
  • আজ তিনি ২৭ বছর পূর্ণ করলেন। এর আগে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন কিয়ারা
  •  কিন্তু কবীর সিং ছবিতে নিজের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ছবিতে অভিনয় করেছেন তিনি
swaralipi dasgupta | Published : Jul 31, 2019 11:39 AM IST

কবীর সিং ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন কিয়ারা আডবানি। আজ তিনি ২৭ বছর পূর্ণ করলেন। এর আগে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন কিয়ারা। কিন্তু কবীর সিং ছবিতে নিজের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলা ভাল, বলিউডে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন কিয়ারা। তাই এবছরের জন্মদিনটা যে তাঁর ভালই কাটছে, তা বলাই যায় । 

জন্মদিনে কিয়ারা সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক- 

Latest Videos

১) শুধু অভিনয় নয়। ফ্যাশনেও তাঁর ভক্তদের তাক লাগিয়েছেন কিয়ারা। এছাড়া সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন তিনি। মুম্বইয়ের এক নাম করা কলেজ থেকে পড়েছেন তিনি। 

আরও পড়ুনঃ কিয়ারা ব্রেকফাস্ট থেকে ডিনারে কী খান! ডায়েট চার্ট জেনে আপনিও পেতে পারেন ত্বন্বী চেহারা

২) পড়াশোনার পাশাপাশি অভিনয় জগতেও আসার ইচ্ছে ছিল তাঁর। কিয়ারার মা বাবাও তাঁকে অনেক সাহায্য করেছেন। কিন্তু পড়াশোনা শেষ করে তবেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। 

৩)কিছু সংবাদমাধ্য়মে প্রকাশিত হয়, কিয়ারা জুহি চাওলার আত্মীয়। কিন্তু এটি মোটেই ঠিক খবর নয়।

৪) কিয়ারা আডবানিরা মা কলেজের অধ্যাপক। অভিনয় জগতে আসার আগে কিয়ারা নিজেও  শিক্ষকতা করেছেন। 

৫) কিয়ারা আডবানি সম্পর্কে অভিনেতা অশোক কুমারে পৌত্রী। এছাড়া সইদ জাফারির সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক রয়েছে কিয়ারা আডবানি। 

৬) ছোটবেলায় মায়ের সঙ্গে বেবি ক্রিমের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। 

৭) তবে কিয়ারাকে অল রাউন্ডার বললে ভুল বলা হবে না। কিয়ারা সুকণ্ঠেরও অধিকারী। কিয়ারা যে ভাল গান গাইতে পারেন এ কথা অনেকেই জানেন না।  

Share this article
click me!

Latest Videos

শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ Kunal Ghosh-এর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury