বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ক্যাটরিনা কাইফ। হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। এরই মাঝে ভিকির সঙ্গে সম্পর্ক নিয়েও জলঘোলা হয়েছে বি-টাউনে। সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। স্পষ্টই জানিয়ে দিয়েছেন অভিনেতা যে এই বিষয় কোনও আলোচনাই তাঁর পছন্দের নয়। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও নজর কাড়লেন ক্যাটরিনা।
আরও পড়ুন-বলি অভিনেত্রী সহ একাধিক নারীর সঙ্গে সহবাস, বিস্ফোরক অভিযোগ 'লগন' খ্যাত অভিনেতার বিরুদ্ধে
এবার খবরের শিরোনামে ক্যাটরিনার ক্যাট ওয়াক। রেড কার্পেটে লাল পোশাকে হাজির ক্যাটরিনা। প্রবেশ করতেই উড়তে থাকে তাঁর চুল। অভিনেত্রী যতই এগিয়ে এলেন ততই হাওয়ার দাপটে উড়তে থাকে পোশাক। সেই দৃশ্যই পাপরাজিদের ফ্রেমবন্দি হল। নিজেই ভিডিও শেয়ার করলেন ক্যাটরিনা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। হট লুকে ধরা দিলেন ক্যাটরিনা।
আরও পড়ুন-করমুক্ত 'থাপ্পড়', মুক্তির আগেই মধ্যপ্রদেশে মিলল বিপুল ছাড়
আরও পড়ুন-বলি অভিনেত্রী সহ একাধিক নারীর সঙ্গে সহবাস, বিস্ফোরক অভিযোগ 'লগন' খ্যাত অভিনেতার বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে প্রশ্ন তুললেন অভিনেত্রী। জানালেন- এই রেড কার্পেট তাঁর পছন্দের একটা ক্যাম্পেনিং-এর জন্য, বলতে পারবেন সেটা কী! সঙ্গে একটি আমের ইমোজিও শেয়ার করেন ক্যাটরিনা। যা দেখে অনেকেরই অনুমান, প্রতিবার গ্রীষ্মের মত এবারও কোনও ঠাণ্ডা পানী সংস্থার হয়েই শ্যুট সেরে ফেললেন ক্যাটরিনা কাইফ।