অন্তর্বাসে সারা, একের পর এক হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া

Published : Jan 08, 2020, 08:02 PM IST
অন্তর্বাসে সারা, একের পর এক হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া

সংক্ষিপ্ত

হট লুকে সারা আলি খান মলদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী একের পর এক ছবি পোস্ট মুহূর্তে ভাইলার হট পোজ

সম্প্রতি ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন সারা আলি খান। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক হট লুকে ছবি পোস্ট। মুহূর্তে সেই ছবি উষ্ণতা ছড়িয়েছে নেট দুনিয়ায়। ২০১৯ শেষে একের পর এক ছবি পোস্ট করতে শুরু করেছিলেন সারা। তখনই দেখা গিয়েছিল স্লো মো-তে হেয়ার ফ্লিপ করে ভিডিও শেয়ার করেছিসলেন সারা আলি খান। 

 

 

সমুদ্রতীরে সুইমিং পুলে বিকিনিতে হট সারার ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। যে অভিনেত্রীর বলিউডে হাতে খড়ি কেদারনাথ ছবির মধ্যে দিয়ে, পরণে সালওয়ার স্যুট, সেই অভিনেত্রীকে নয়া লুকে দেখে অনেকেই অবাক হলেন। সেই ভিডিওটিও মুহূর্তে ভাইরাল। তবে একের পর এক ছবি পোস্ট করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল খানিক। তবে এখানেই ইতি টানেননি সারা। 

 

 

নতুন বছর পড়তে না পড়তেই একের পর এক অন্তরবাস পরে ছবি দিতে থাকেন সারা। প্রথম থেকেই নেট দুনিয়ায় হট লুকে হাজির অভিনেত্রী। প্রতিদিনই ভরতে থাকে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। সম্পর্ক ভেঙে কোথাও নেই মনে ক্ষোভ, ভালোই আছেন তিনি। তাঁর পোস্ট করা ছবি যেন পরতে পরতে সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?