করোনার কোপে উল্লাসে ইতি, বাড়িতেই গণেশ বিসর্জনে মাতলেন হৃত্বিক-সুজান

Published : Aug 24, 2020, 07:02 PM IST
করোনার কোপে উল্লাসে ইতি, বাড়িতেই গণেশ বিসর্জনে মাতলেন হৃত্বিক-সুজান

সংক্ষিপ্ত

করোনার জেরে বাড়ির বাইরে পা রাখা নয় বাড়িতেই তাই ঘরোয়া পুজোয় মাতল বি-টাউন রবিবার দিনভয় গণেশ বিসর্জন বাড়িতেই আয়োজন করলেন হৃত্বিক রোশান 

বলিউডে চলতি বছরের গণপতী পুজোর ছবিটা বেশ খানিকটা আলাদা। একের পর এক তারকাদের গণপতী বিসর্জনের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এবার সেই তালিকাতে নাম লেখালেন অভিনেতা হৃত্বিক রোশান। বাড়িুতেই পরিবারের সকলের সঙ্গে এবছর গণেশ পুজোতে মাতলেন তিনি। উপস্থিত ছিলেন সজান খান। বর্তমানে হৃত্বিকের বাড়িতেই রয়েছেন সুজান খান। কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে বেশকিছু ছবি। 

 

বিবাহ বিচ্ছেদ হলেও করোনা তাঁদের আবারও এনেছে একই ছাদের তলায়। দুই সন্তানকে নিয়ে ভালোই সময় কাটছে এখন তাঁদের। এবার গণপতী পুজোও করলেন তাঁরা একই সঙ্গে। সামিল হয়েছিল পুরো পরিবার। রবিরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন হৃত্বিকের মা। মুহূর্তে ভক্তমহলে ছড়িয়ে পড়ে। সলমন খানের গণপতী বিসর্জনে নাচ থেকে শুরু করে শিল্পার মিষ্ট বিতরক, ভাইরাল এখন নেট পাড়ায়। 

 

 

বাড়িতেই একটি দ্রামকে সাজিয়ে ফেললেন হৃত্বিক। আঙিনাতেই বিজয়া হল গণপতীর। সকলে মিলে পোজ দিয়ে তুলে নিলেন ছবি। হৃত্বিক আবারও এখন কেরিয়ারের টপে। পর পর দুই ছবি সুপারহিটের পর, অভিনেতা এখন পাড়ি দিচ্ছেন হলিউড। ফলে হৃত্বিকের ভক্তদের এখন অপেক্ষার পালা, কবে তিনি ধরা দেবেন, হলিউডের পর্দায়। আপাতত শ্যুটিং-এর ফ্লোর থেকে ছুটি। তাই চুটিয়ে লকডাউন উপভোগ করছেন অভিনেতা। 

PREV
click me!

Recommended Stories

বোনের বিয়েতে আবেগঘন পোস্ট কার্তিকের, দেখে নিন কী লিখলেন এই বলিতারকা
মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক