ঐশ্বর্য রাই-এর রূপ ও বুদ্ধি প্রসঙ্গে এক সময় কী ধারনা পোষণ করতেন ঋত্বিক

  • কেবল মাত্র রূপটাই আছে
  • ঐশ্বর্য রাই সম্বোন্ধে এমনটাই মত ছিল ঋত্বিকের 
  • কীভাবে ভাঙল ধারনা

ঐশ্বর্য ও ঋত্বিক, একের পর এক হিট ছবি দেওয়া এই জুটি যোধা আকবর-এ নজর কেরেছিল সকলের। তাদের অনস্ক্রিন রোম্যান্সে মুগ্ধ হয়েছিল দর্শক। ব্যক্তিগত জীবনেও তারা খুব ভালো বন্ধু।

তবে প্রথম থেকেই সমীকরণটা এমন ছিল না। ঋত্বিক মনে করতেন – ঐশ্বর্য রাই-এর সৌন্দর্যতাই সাড়, গুণ নয়। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন- একসময় তিনি ঐশ্বর্য রাই-কে নিয়ে ভূল ধারনা পোষন করতেন। তিনি আরও জানান, অনেকসময় রূপ এতটাই বেশি হয়ে যায় যে তার পেছনে অন্যগুণগুলি চাপা পরে যায়। ঐশ্বর্য রাই-এর অবয়বে যা ফুঁটে ওঠে তিনি তার থেকে অনেক বেশিগুণী।

Latest Videos

তবে সে ভ্রান্ত ধারনা অভিনেতা ভাঙতে সময় লাগেনি বেশি। এই জুটির হিট ছবি ধুম ২ শ্যুটিং-এর সময়ই ঐশ্বর্য রাই-এর গুণের ঝলক পরতে পরতে অনুভব করেন ঋত্বিক। তার অভিনয়, সময়জ্ঞান ও মনোসংযোগ দেখে মুগ্ধ হন অভিনেতা। ঐশ্বর্য নিজের লক্ষ্যে স্থির। ফলেই নিজের ধারনা বদলে ফেলেন তিনি।

অবশেষে তিনি জানিয়েছিলেন, ঐশ্বর্য রাই সৌন্দর্য্যের অধিকারী হওয়া সত্ত্বেও একজন ভাবসম্পন্ন অভিনেত্রী। এরপরই চলে একের পর এক তিন ছবিতে বক্স অফিস কাঁপানো রোম্যান্স। ধুম ২, যোধা আকবর ও গুজারিস। গুজারিস এই তালিকায় সবথেকে নিচে থাকলেও এই ছবিতে ঐশ্বর্য ও ঋত্বিককে অন্য লুকে পেয়েছিল দর্শক, চেনা ছক ভেঙে রোম্যান্সে ধরা পরেছিল এক ভিন্নস্বাদের গল্প।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন