এবার মানব কম্পিউটার বিদ্যা

Published : Sep 16, 2019, 06:22 PM IST
এবার মানব কম্পিউটার বিদ্যা

সংক্ষিপ্ত

ফের নতুন রূপে বিদ্যা মানব কম্পিউটার বিদ্যা বালন শকুন্তলা দেবী`র ফার্স্ট লুক ও টিজার প্রকাশ শুরু হল ছবির শুটিং

ফের একা নতুন অবতারে বিদ্যা বালন। প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি শকুন্তলা দেবী`র ফার্স্ট লুক ও টিজার। গণিতে বিস্ময়কর প্রতিভার জন্য মানব কম্পিউটার হিসাবে পরিচিত শকুন্তলা দেবী। এবার বলিউডে তৈর হচ্ছে  তাঁর বায়োপিক। নাম ভূমিকায় বিদ্যা। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অনু মেনন। আগামী বছর গৃষ্মে মুক্তি পেতে চলেছে  ছবিটি। 

পোস্টারে লাল শাড়ি ও বয়কাট চুলে বেশ দেখাচ্ছে বিদ্যাকে। এমন একটি চরিত্র পাওয়ার জন্য তিনি যে ভীষণ আনন্দিও তা ট্যুইটারে প্রকাশ করতে ভোলেননি বিদ্যা। ছবিতে  বিদ্যার  তাঁর স্বামীর ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। 

জানা গেছে ছবি সই করার পর শকুন্তলা দেবীর চরিত্রের মতো করে নিজেকে তৈরি করতে চার মাস সময় নিয়েছিলেন বিদ্যা। 
 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে