
দেখতে দেখতে ২১ বছর পার করল,করণ জোহরের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। ১৯৯৮ সালের ১৬ই অক্টোবর ঠিক আজকের দিনটাতেই এতক্ষনে বোধহয় সবাই সিনেমা হলে বসে কাঁদতে শুরু করেছিলেন, কাজলের কান্না দেখে। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় এবং কাজলের রোমান্টিক ছবি তৈরি করেছিলেন, করণ জোহর। আর আজকের এই দিনটাকে তাই মনে করে টুইট করলেন, করণ জোহর।
জীবনে যা কিছুই প্রথম আসে, তা সবসময়ই স্পেশাল। । ফিল্মের সেট এর ক্রু মেম্বার, অভিনেতা ,অভিনেত্রী, সিনেমাটোগ্রাফার সবাই মিলে যখন নতুন হয়, তখন অবশ্যই তা ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা ফিল্মের সেটে। এ যেনও এক অন্তহীন পথ চলা। আর এমনটাই টুইট করে জানালেন করণ জোহর।
যাইহোক প্রচুর ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পুরো 'কুছ কুছ হোতা হ্যায়' টিম কে । আসলে কলেজ লাইফের প্রেম সবাই যে দেখতে ভালবাসেন। আর করণের ছবিতে সেই প্রেম আর ট্রেনের দৃশ্য আইকনিক ভাবে বারবার ফিরে আসে। তাই প্রপোজ হোক কিংবা ভেঙ্গে যাওয়া প্রেম সব ক্ষেত্রেই 'কুছ কুছ হোতা হ্যায়' আরও অনেকদূর যাবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।