বেশ কয়েকদিন ধরেই নানা অছিলায় দর্শক তাকে পেয়ে এসেছেন শরীরচর্চার থেকে শুরু করে জিম কস্টিউমে। তিনি হলেন বি-টাউনের এখন উর্তি হট নায়িকা জাহ্নবী কাপুর। কয়েকদিন আগেই যিনি পায়ে হেঁটে পৌঁচ্ছে গিয়েছিলেন জিমে। ভরা রাস্তার মাঝখানেও যার হেঁটে যেতে বিন্দু মাত্র সমস্যা হয়নি। এবার নিজের নতুন গুণে দর্শক বা ভক্তদের মন জয় করলেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় এবার নতুন ভুমিকায় দেখা গেল জাহ্নবীকে। কী এমন হল!
ফিগার নিয়ে বরাবরই খুঁত খুঁতে এই নায়িকা। নিজের শরীরের কোনও অংশেই বিন্দুমাত্র মেদ জমতে দিতে নারাজ নায়িকা। সেই নায়িকাই এবার দুর্ধর্ষ বেলি ডান্স-এ নজর কারলেন জাহ্নবী। একটি টিভি শো-র টাইটেল ট্রাক-এর সঙ্গে নেচে সকলের নজর কারলেন নিজের দিকে। অসাধারণ তার স্টেপ, এক মিনিটের এই ভিডিও দেখে এক কথায় মুগ্ধ ভক্তরা।
এই ভিডিও দেখে আরেক সম্ভাবনার কথা সামনে উঠে এলো। বলিউড পেতে চলেছে অপর এক নতুন বেলি ডান্সারকে। যার চোখ ধাঁধাঁনো স্টেপ পরিচালক থেকে প্রযোজক, নজর কাড়তে বাধ্য। নাচের প্রতি জাহ্নবীর তেমন জ্ঞান ছিল না শুরুতে। কিন্তু অভিনয় জগতকে বেছে নেওয়ার পর থেকেই নাচ নিয়ে অনেক বেশি যত্নশীন হলে উঠেছেন তিনি।
পরিচালকের নজরে এবার নতুন রূপে জাহ্নবী। নিজেকে তৈরি করে নিচ্ছেন নায়িকা।