ফিটনেস ফান্ডা অনেক হল, এবার বেলি ডান্স-এ নজর কাড়লেন জাহ্নবী কাপুর

  • নতুন লুকে এবার জাহ্নবী
  • বেলি ডান্স করে মন জয় করলেন সকলের
  • শেয়ার করলেন সেই ভিডিও
  • নজর কারা ডান্স, নতুন প্রতিভা নজরে এলো নায়িকার

বেশ কয়েকদিন ধরেই নানা অছিলায় দর্শক তাকে পেয়ে এসেছেন শরীরচর্চার থেকে শুরু করে জিম কস্টিউমে। তিনি হলেন বি-টাউনের এখন উর্তি হট নায়িকা জাহ্নবী কাপুর। কয়েকদিন আগেই যিনি পায়ে হেঁটে পৌঁচ্ছে গিয়েছিলেন জিমে। ভরা রাস্তার মাঝখানেও যার হেঁটে যেতে বিন্দু মাত্র সমস্যা হয়নি। এবার নিজের নতুন গুণে দর্শক বা ভক্তদের মন জয় করলেন নায়িকা। 
সোশ্যাল মিডিয়ায় এবার নতুন ভুমিকায় দেখা গেল জাহ্নবীকে। কী এমন হল! 
ফিগার নিয়ে বরাবরই খুঁত খুঁতে এই নায়িকা। নিজের শরীরের কোনও অংশেই বিন্দুমাত্র মেদ জমতে দিতে  নারাজ নায়িকা। সেই নায়িকাই এবার দুর্ধর্ষ বেলি ডান্স-এ নজর কারলেন জাহ্নবী। একটি টিভি শো-র টাইটেল ট্রাক-এর সঙ্গে নেচে সকলের নজর কারলেন নিজের দিকে। অসাধারণ তার স্টেপ, এক মিনিটের এই ভিডিও দেখে এক কথায় মুগ্ধ ভক্তরা।
এই ভিডিও দেখে আরেক সম্ভাবনার কথা সামনে উঠে এলো। বলিউড পেতে চলেছে অপর এক নতুন বেলি ডান্সারকে। যার চোখ ধাঁধাঁনো স্টেপ পরিচালক থেকে প্রযোজক, নজর কাড়তে বাধ্য। নাচের প্রতি জাহ্নবীর তেমন জ্ঞান ছিল না শুরুতে। কিন্তু অভিনয় জগতকে বেছে নেওয়ার পর থেকেই নাচ নিয়ে অনেক বেশি যত্নশীন হলে উঠেছেন তিনি। 

পরিচালকের নজরে এবার নতুন রূপে জাহ্নবী। নিজেকে তৈরি করে নিচ্ছেন নায়িকা।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |