
এবার মহেশ ভাটের হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন যীশু সেনগুপ্ত। মহেশ ভাটের ছবি 'সড়ক ২'-তে দেখা যাবে তাঁকে। মহেশ ভাটের মেয়ে পূজা ভাট স্বয়ং এই খবর টুইট করে জানান।
পূজা ভাট এই পোস্টে 'সড়ক-২' এর স্ক্রিপ্ট-এর ছবি পোস্ট করেন। সেই স্ক্রিপ্টে মহেশ ভাট নিজে হাতে লিখেছেন, "প্রিয় যীশু, অন্ধকারের মধ্যেও মনে আলোর অস্তিত্ব থাকে! অনেক ভালবাসা নিও। "
এদিন প্রোডাকশন হাউস বিশেষ ফিল্মস-ও পোস্ট করে জানায়, যীশু সেনগুপ্ত মহেশ ভাটের সড়ক ২ তে অভিনয় করবেন। তারা যীশু ও মহেশের বেশ কিছু ছবিও পোস্ট করে। যীশু সেনগুপ্ত নিজেও তার ফেসবুকে পোস্ট করে লেখেন, "সড়ক ২, নিউ বিগিনিং।"
মহেশ ভাট পরিচালিত সড়ক ২-তে অভিনয় করবেন আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরও। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সড়ক। সেই ছবিরই রিমেক হিসেবে তৈরি হচ্ছে সড়ক ২। ১৯৯১-এর সড়ক-এ অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। রিমেক-এও তাঁদের দেখা যাবে বলে জানা গিয়েছে। তবে এই ছবির মাধ্যমেই মহেশ ভাটকে ফের পরিচালকের ভূমিকায় দেখা যাবে।
প্রসঙ্গত, যীশু সেনগুপ্ত এর আগে অনুরাগ বসু পরিচালিত 'বরফি' ও সুজিত সরকারের 'পিকু', এই দুটি হিন্দি ছবিতে কাজ করেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।