ধর্মীয় বিদ্বেষ ছড়ালেন কঙ্গনা-রঙ্গোলি, আইনি বিপাকে মুম্বই পুলিশের সমন পেলেন দুই বোন

Published : Nov 03, 2020, 11:00 PM ISTUpdated : Nov 04, 2020, 01:50 AM IST
ধর্মীয় বিদ্বেষ ছড়ালেন কঙ্গনা-রঙ্গোলি, আইনি বিপাকে মুম্বই পুলিশের সমন পেলেন দুই বোন

সংক্ষিপ্ত

ফের ধর্মীয় বিদ্বেষ ছড়ালেন কঙ্গনা রনাওয়াত  সঙ্গে হাত মেলালেন দিদি রঙ্গোলি চান্ডেল আইনি বিপাকে পড়লেন দুই বোন মুম্বই পুলিশ সমন পাঠাল কঙ্গনা, রঙ্গোলিকে

ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ফের বিপাকে কঙ্গনা রনাওয়াত। আইনি বিপাকে পড়লেন কঙ্গনা এবং তাঁর দিদি রঙ্গোলি চান্ডেল। যেখানে ক্যুইন সেখানে শোরগোল। সম্প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য মুম্বই পুলিশ সমন করল দিই বোনকে। মু্ম্বই পুলিশের সঙ্গে কঙ্গনার সমস্যা ক্রমশ বেডে়ই চলেছে। ১০ নভেম্বর পুলিশের কাছে হাজিরা দিতে হবে তাঁদের। 

কাস্টিং ডিরেক্টর আশরাফালি সায়েদ অক্টোবর মাসে কঙ্গনা এবং রঙ্গোলির বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন রকম ভাবে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দুই ধর্মের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন দুই বোন। বান্দ্রার মেট্রোপলিটন আদালত মুম্বই পুলিশকে এফআইআর নথিভূক্ত করার আদেশ দেয়।

আরও পড়ুনঃগোপনাঙ্গের কাছে এ কী লুকিয়ে ফেললেন নিক্কি, 'বিগ বস'-এ চরম অশ্লীলতা, কেঁদে ফেললেন রাহুল

 

সঙ্গীতশিল্পী জাভেদ আখতার মঙ্গলবার কঙ্গনা রনাওয়াতের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করেন, তাঁর বিরুদ্ধে অভিনেত্রীর অসম্মানজনক মন্তব্যের কারণে। তাঁর অভিযোগ, বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা একের পর এক মন্তব্য করে গিয়েছেন জাভেদ আখতারের বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডে অযথা তাঁর নাম টেনে এনেছেন কঙ্গনা।      

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক