অন্তঃসত্ত্বা হওয়ার পর জোর করে গর্ভপাত, মন্দানার কাহিনি শুনে চোখে জল কঙ্গনার

রিয়্যালিটি শো 'লক আপ'-এ নিয়ে হাজির হয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত, যা নিয়ে বেশ চর্চায় রয়েছেন কুইন অভিনেত্রী। অন্যান্য রিয়্যালিটি শো-এর থেকে এটা খানিকটা যেন আলাদা। যেখানে কারাগারের ওপারেও প্রতিনিয়ত চলছে টিকে থাকার লড়াই। প্রতিটি মানুষের জীবনের ভাল-মন্দের গল্প বলে চলেন কয়েদিরা। তাতে দর্শকরা ঠিক কতটা আকৃ্ষ্ট, কাকে বেশি ভোট দেন সেই নিরিখেই এগিয়ে চলছে কঙ্গনার রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এর প্রতিটা পর্ব। যেখানে প্রতিনিয়তই উঠে আসছে বিতর্ক, অজানা কাহানি। কয়েকদিন আগেই 'লক আপ'-রিয়্যালিটি শো-তে নয়া বিতর্কে নাম জড়িয়েছে পুনম পান্ডের।  বেশ কয়েকদিন ধরেই পায়েল বনাম পুনম বিতর্ক চলছে। গত রবিবারের এপিসোডে সবথেকে বেশি ভোট পেয়ে পায়েল রোহাতগিকে হারিয়ে দিয়েছেন পুনম পান্ডে । এমনকী স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মারধরের অভিযোগ এনেছিলেন পুনম পান্ডে। স্বামীর অত্যাচারে বহুবার আত্মহত্যা করার চেষ্টাও করেন পুনম, সেকথাও ফাঁস করেছিলেন পুনম পান্ডে। এবার সাম্প্রতিক পর্বে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের গোপন কাহানি ফাঁস করলেন মডেল অভিনেত্রী মন্দনা করিমি।
 

রিয়্যালিটি শো 'লক আপ'-এ নিয়ে হাজির হয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত, যা নিয়ে বেশ চর্চায় রয়েছেন কুইন অভিনেত্রী। অন্যান্য রিয়্যালিটি শো-এর থেকে এটা খানিকটা যেন আলাদা। যেখানে কারাগারের ওপারেও প্রতিনিয়ত চলছে টিকে থাকার লড়াই। প্রতিটি মানুষের জীবনের ভাল-মন্দের গল্প বলে চলেন কয়েদিরা। তাতে দর্শকরা ঠিক কতটা আকৃ্ষ্ট, কাকে বেশি ভোট দেন সেই নিরিখেই এগিয়ে চলছে কঙ্গনার রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এর প্রতিটা পর্ব। যেখানে প্রতিনিয়তই উঠে আসছে বিতর্ক, অজানা কাহানি। কয়েকদিন আগেই 'লক আপ'-রিয়্যালিটি শো-তে নয়া বিতর্কে নাম জড়িয়েছে পুনম পান্ডের।  বেশ কয়েকদিন ধরেই পায়েল বনাম পুনম বিতর্ক চলছে। গত রবিবারের এপিসোডে সবথেকে বেশি ভোট পেয়ে পায়েল রোহাতগিকে হারিয়ে দিয়েছেন পুনম পান্ডে । এমনকী স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মারধরের অভিযোগ এনেছিলেন পুনম পান্ডে। স্বামীর অত্যাচারে বহুবার আত্মহত্যা করার চেষ্টাও করেন পুনম, সেকথাও ফাঁস করেছিলেন পুনম পান্ডে। এবার সাম্প্রতিক পর্বে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের গোপন কাহানি ফাঁস করলেন মডেল অভিনেত্রী মন্দনা করিমি।

কঙ্গনা রানাউতের 'লক আপ'-রিয়্যালিটি শো-তে এসে প্রকাশ্যেই হাটে হাঁড়ি ভাঙলেন মন্দনা। অভিনেত্রী জানিয়েছেন, করোনাকালে এক স্বনামধন্য পরিচালকের সঙ্গে সম্পর্কে ছিলেন মন্দানা করিমি। স্বামী ও স্ত্রীর মতোই একসঙ্গে দিন কাটাতেন দুজনে। সেই পরিচালকের নাম না করেই মন্দানা জানান, তার নাম না করেই মন্দানা জানান, লিভ-ইনে থাকতে থাকতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন মন্দ না। মা হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তারপরই হঠাৎই ঘটে ছন্দপতন। প্রেমিককে প্রেগন্যান্সির খবর জানাতেই বেকে বসেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন, 'তোমার কাছ থেকে এমন অবিবেচক সিদ্ধান্ত আশা করিনি। এটা কী বয়স মা হওয়ার?, আমিও বাবা হওয়ার জন্য তৈরি নই'।  ইরানিয়ান অভিনেত্রীর জীবন কাহিনি শুনে হতবাক হয়ে গেলেন কঙ্গনা রানাউত। 

Latest Videos

 

 

মন্দনা অভিযোগ করে জানান, তাকে শুধু নিরাশ করা নয়, প্রিয় বন্ধুদেরও নিজের মতো বুঝিয়েছিলেন পরিচালক। তারাও তার প্রথম গর্ভের সন্তানকে পৃথিবীতে আনতে সায় দেননি। কঙ্গনা রানাউতের 'লক আপ'-রিয়্যালিটি শো-তে এসে পুরোনো দিনগুলো দেখতে গিয়ে কান্নায়  ভেঙে পড়েন মন্দনা। তারপরেই একটু সামলে নিয়ে অভিনেত্রী বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সেদিন। কারণ আমার তো ঘর বলে কিছু নেই। তবে প্রাক্তন স্বামীর সঙ্গে তখনও আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি। বর্তমান প্রেমিকও আমার সন্তানকে মেনে নিতে রাজি ছিল না, সেই কারণে আমার গর্ভপাত করানো ছাড়া আর কোনও উপায় ছিল না। মন্দানার কাহিনি শুনে সকলেই হতবাক। তারপরেই মুখ খুললেন সঞ্চালক কঙ্গনা রানাউত। অভিনেত্রী জানান,বাচ্চাটাকে তুমি রাখতে পারতে মন্দনা। তার নীচু স্বরে মন্দানা জানান, সেই পরিচালকে মানসম্মান নিয়ে টানাটানি হোক,এমনটা তিনি কখনও চাননি। সেই সঙ্গে এটাও চাননি যে বাবা একজন বিখ্যাত মানুষ হওয়া সত্ত্বেও তাকে ছাড়াই বড় হোক তার সন্তান। অনেক চিন্তা ভাবনা করেই সন্তানকে নষ্ট করার পরিকল্পনা নিয়েছিলেন মন্দনা। উল্লেখ্য, দিনকয়েক আগেও নিজের প্রাক্তন স্বামীর কেচ্ছা ফাঁস করেছিলেন এবার নিজের জীবনের কঠিনতম সময়ের কথা শেয়ার করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিলেন মন্দনা করিমি।

আরও পড়ুন-কাউন্টডাউন শুরু, বদলে গেল রণবীর-আলিয়ার বিয়ের ভেন্যু, কোথায় বসছে বিয়ের আসর

আরও পড়ুন-উথলে পড়ছে সুডৌল স্তনের খাঁজ, 'সেক্সবম্ব' নোরার 'বিভাজিকা'য় বেসামাল পুরুষ ভক্তরা

আরও পড়ুন- লো নেক পোশাকে ফেটে বেরোচ্ছে সেক্সি শরীরের কার্ভস, সিজলিং লুকে আগুন জ্বালালেন মৌনি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today